সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার পাচ্ছেন হাসান ফেরদৌস

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ | ২:১৯ অপরাহ্ণ | 512 বার

সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার পাচ্ছেন হাসান ফেরদৌস

বাংলা একাডেমি প্রবর্তিত দ্বি-বার্ষিক সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা করা হয়েছে। ২০২০ সালের জন্য পুরস্কারটি পেয়েছেন প্রাবন্ধিক হাসান ফেরদৌস।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বাংলা একাডেমি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২১-এর সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হবে।

পুরস্কারের আর্থিক মূল্য এক লাখ টাকা। ২০১১ সালে প্রবর্তিত ‘বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার’ ২০১৪ সাল থেকে ‘সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার’ হিসেবে দেওয়া হচ্ছে।

হাসান ফেরদৌস নিউইয়র্ক প্রবাসী লেখক ও প্রাবন্ধিক। তার লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে- ১৯৭১: বন্ধুর মুখ শত্রুর ছায়া, ‘রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি ও দুই হ্যারিয়েট’, ‘একাত্তর, যেখান থেকে শুরু’, যুদ্ধের আড়ালে যুদ্ধ, নক্ষত্র পুত্র, মুক্তিযুদ্ধে সোভিয়েত বন্ধুরা, ছয় জাদুকর, নিউইয়র্কের খেরোখাতা।


  • দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com
Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD