সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার’ পেলেন তরুণ কথাসাহিত্যিক স্বপঞ্জয় চৌধুরী । ২৯ জানুয়ারি রাজধানীর কবিতা ক্যাফেতে দিনব্যাপী এক আয়োজনে তার হাতে ক্রেস্ট, সনদ, উত্তরীয় ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন কবি আসলাম সানী, রেজাউদ্দিন স্টালিন, শাহীন রেজা, বিলু কবীর, ড. শাহাদাৎ হোসেন নিপু, ড. তপন বাগচী ও জাকির তালুকদার।
কবি জায়েদ হোসাইন লাকীর উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউল হক। দিনব্যাপী আয়োজনে ‘সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার ২০২০’, ‘ফ্রেন্ডস অব হিউমেনিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২০’, ‘নিবন্ধিত কবিদের কবিতাপাঠ’ এবং ৭ লেখকের নতুন গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
কবি স্বপঞ্জয় চৌধুরীর জন্ম মাদারীপুর জেলার কালকিনী থানার অন্তর্গত সাদীপুর গ্রামে। বর্তমানে তিনি সাউথ পয়েন্ট কলেজে হিসাববিজ্ঞান বিষয়ে প্রভাষক হিসেবে নিয়োজিত আছেন। কাজ করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রে এ্যাসিসট্যান্ট কো-অর্ডিনেটর পদে।
স্বপঞ্জয় চৌধুরীর প্রকাশিত গ্রন্থসমূহ : পতঙ্গ বিলাসী রাষ্ট্রপ্রেম, কালযাত্রার স্নিগ্ধ ফসিল, দ্রোহ কিংবা পোড়ো নদীর স্রোত, গহিনে অরণ্য নদী, মায়ের মতো পরি, জলপিপিদের বসতবাড়ি, ডুবেছিল চাঁদ নিশিন্দা বনে।
দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD