অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ জুড়ে প্রবীণ লেখক, কবিদের পাশাপাশি তরুণদেরও অসংখ্য বই প্রকাশিত হয়েছে। সেই দৌড়ে বাংলার নারীরাও সামিল হয়েছেন এবং অনেকে লেখনীর মাধ্যমে নিজের মেধার পরিচয় দিয়েছেন; দিচ্ছেন। এবারের বই মেলায় নবীন উপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশ করেছেন পুষ্পিতা দাস পিউ। তার উপন্যাস ‘নিভৃতচারী’ প্রকাশ করেছে দোয়েল প্রকাশনী।
উপন্যাসটি সম্পর্কে পুষ্পিতা দাস পিউ বলেন, ‘নিভৃতচারী’ আমার প্রথম উপন্যাস এবং দ্বিতীয় বই। বইটি প্রকাশের জন্য এগিয়ে আসায় দোয়েল প্রকাশ এবং বইটির প্রচ্ছদ করে দেয়ার জন্য সুমন সরকারকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে বইটি পড়ার অনুরোধ রইল।’
পুষ্পিতা দাস পিউ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। এর আগে ২০১৮ সালে তিনি একই বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেছেন। মহান একুশে গ্রন্থমেলা ২০১৮ এর আসরে তার কবিতার বই ‘পদ্মপাতায় জলপ্রেম’ প্রকাশিত হয়েছে। তিনি ১৯৯৫ সালের ১২ মে হবিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। শিল্প-সাহিত্য এবং প্রকৃতিপ্রেমী পিউ নিজেকে একজন গুণী, প্রগতিশীল লেখক হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD