বাংলাদেশ থেকে প্রকাশিত হচ্ছে ‘উৎপলকুমার বসু’

রবিবার, ১০ জানুয়ারি ২০২১ | ৬:৫৪ অপরাহ্ণ | 686 বার

বাংলাদেশ থেকে প্রকাশিত হচ্ছে ‘উৎপলকুমার বসু’

অমর একুশে গ্রন্থমেলা ২০২১ বাংলাদেশ থেকে প্রকাশিত হচ্ছে প্রবন্ধ সংকলন ‘উৎপলকুমার বসু’৷ কবি সাম্য রাইয়ানের সম্পাদনায় বইটি প্রকাশ করছে ঘাসফুল প্রকাশনী৷ প্রচ্ছদ করেছেন কবি ও চিত্রশিল্পী রাজীব দত্ত৷

বাংলাদেশ ও ভারতের বাইশজন লেখকের লেখা নিয়ে বিন্দুর অনলাইনে এটির ক্ষুদ্র সংস্করণ প্রকাশিত হয়েছিলো ৩০ আগস্ট ২০২০ তারিখ৷ জানা গেছে, বাংলাদেশ ও ভারতের লেখকগণের চল্লিশোর্ধ সংখ্যক প্রবন্ধ, একটি সাক্ষাৎকার, কয়েকটি নিবেদিত কবিতা এবং উৎপলের নির্বাচিত কবিতা ও অনূদিত কবিতা নিয়ে বর্ধিত কলেবরে প্রকাশিত হচ্ছে সংকলনটি৷

কবি উৎপলকুমার বসুকে নিয়ে এত বড় কাজ বাংলাদেশে প্রথমবার করা হচ্ছে৷ এ ব্যাপারে সম্পাদকের কাছে জানতে চাইলে তিনি বলেন, “উৎপলকুমার বসুর প্রতি ব্যক্তিগত আগ্রহ থেকেই কাজটা শুরু করেছিলাম৷ পরবর্তীতে আমাদের লিটলম্যাগ ‘বিন্দু’র তরফ থেকে কাজটি করার পরেও ঠিক সন্তুষ্ট হতে পারছিলাম না৷ আরো বড় করে আয়োজন করার ইচ্ছে জন্ম নেয়৷ এরই বহিঃপ্রকাশ এ বই৷”

তিনি আরও বলেন, “অনেকে এত সহযোগিতা করেছেন, বলার মতো না৷ আরেকটা কথা, ঘাসফুলের প্রকাশক মাহাদী ভাই যেভাবে গ্রন্থাকারে প্রকাশের দায়িত্ব নিয়েছেন, বিন্দু পরিবার তাঁর প্রতি কৃতজ্ঞ৷ যারা লেখা দিয়ে এবং নানাভাবে সহযোগিতা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা অনিঃশেষ”।

ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলা একাডেমির বইমেলায় ঘাসফুল প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাবে৷

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD