নতুন বই ‘গল্পের একটা বাড়ি’

রবিবার, ১০ জানুয়ারি ২০২১ | ৭:৩৪ অপরাহ্ণ | 533 বার

নতুন বই ‘গল্পের একটা বাড়ি’

প্রকাশিত হয়েছে ফারহা ফাওজিয়া অতসীর নতুন বই ‘গল্পের একটা বাড়ি’। অন্বয় প্রকাশ থেকে প্রকাশিত বইটির নান্দনিক প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির ভেতর চমৎকার সব অলংকরণ করেছেন লুৎফি রুনা। মূল্য রাখা হয়েছে ২০০.০০ টাকা

‘গল্পের একটা বাড়ি’তে রয়েছে পাঁচটি গল্প। পাঁচ রকম পাঁচটি গল্পে রয়েছে ভিন্ন মাত্রার পাঁচরকম স্বাদ, পাঁচ রকম আনন্দ। ক্ষুদে পাঠকরা বইটি পড়ে বেশ মজা পাবে।

গল্প লিখে ফারহা ফাওজিয়া অতসী ইউনিসেফ প্রদত্ত মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছে দুইবার। ২০১৫ সালে প্রথম পুরস্কার। ২০১৬ সালে ২য় পুরস্কার। এছাড়াও অতসী একাধিক পুরস্কার পেয়েছে গল্প লিখে, আবৃত্তি করে ও ছবি এঁকে।

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD