প্রকাশিত হয়েছে খ্যাতিমান কবি, প্রাবান্ধিক ও গবেষক গোলাম কিবরিয়া পিনু নতুন বই ‘নির্বাচিত কবিতা’। এবং মানুষ প্রকাশ থেকে প্রকাশিত বইটির নান্দনিক প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা। অনলাই অর্ডারে বইটি মাত্র ৩০০টাকায় পাওয়া যাবে।
উল্লেখ্য ১৯৮৪ সালে বের হয়েছিল কবি গোলাম কিবরিয়া পিনুর প্রথম কাব্যগ্রন্থ, এরপর সবমিলে ১৬টি কাব্যগ্রন্থ বের হয়েছে- দীর্ঘ কাব্যযাত্রায়। প্রকাশিত ১৬টি কাব্যগ্রন্থের কবিতা নিয়ে -এই কবির এই ‘নির্বাচিত কবিতা’ গ্রন্থটি।
তিনি বহু ধরনের কবিতা লিখেছেন এবং সেগুলো বিভিন্ন নিরীক্ষাপ্রবণতায় সংশ্লিষ্ট। তার কবিতায় জীবন আছে, সমাজ আছে, প্রকৃতি আছে, মানুষ আছে, দেশ-কাল আছে এবং আছে প্রতীকের ব্যঞ্জনাও, আছে রূপক, আছে ছন্দের বিভিন্নমুখী ব্যবহার, অনুপ্রাসের নতুনমাত্রা, মিলবিন্যাসের নীরিক্ষা ও অন্যান্য সূক্ষ্ণ কারুকাজ। একেক কাব্যগ্রন্থ একেক বৈশিষ্ট্য নিয়ে উজ্জ্বল।
একজন উৎপিপাসু কবিতার পাঠক, এই গ্রন্থের কবিতায় বহু বর্ণিল ও বিভিন্ন ভূগোলের খোঁজ পেয়ে যাবেন, তা পাঠকের সংবেদন সৃষ্টি করে এক ধরনের ইন্দ্রিয়ানুভূতিও তৈরি করবে, যা ইন্দ্রিয়জ্ঞানে পরিণত হবে, সেইসাথে ভালো কবিতার শিল্প-সৌন্দর্য নিয়ে- স্বতঃস্ফূর্ত ও আনন্দময় অনুভূতিরও জন্ম দেবে।
বইটি পেতে ফোন করুন ০১৭৯৯০৮৯২০২ নম্বরে।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD