অমর একুশে গ্রন্থমেলা ২০২১-এ প্রকাশিত হতে যাচ্ছে তরুণ লেখক সোহেল দ্বিরেফ-এর কিশোর গল্পগ্রন্থ ‘একচোখে ভিন্ন পৃথিবী’। শিশু-কিশোদের উপযোগী গল্পের বইটি প্রকাশ করছে বেহুলাবাংলা প্রকাশনা। বইটির প্রচ্ছদ করেছেন ইবনে শামস।
তরুণ লেখক সোহেল দ্বিরেফ বলেন, ‘শিশু-কিশোরদের মাঝে মানবিক মূল্যবোধ কীভাবে জাগিয়ে তোলা যায় এবং চিন্তার জগৎ কীভাবে আরও প্রসারিত করা যায় সেটা মাথায় রেখে এই গল্পের বইটি লেখা হয়েছে। বইটিতে সাতটি শিক্ষনীয় গল্প দিয়ে সাজানো।আশাকরি, শিশু-কিশোরদের জন্যে একটি কার্যকরী বই হবে’।
তিনি আরো বলেন, ‘আমাদের সমাজের বিরাট একটি অংশ দখল করে আছে শিশু-কিশোররা। তারাই আগামী দিনের ভবিষ্যৎ। জানি, তারা মানবিক মানুষ হলে একসময় দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এজন্য তাদেরকে সেভাবে তৈরি করে নেওয়ার দায়িত্বও আমাদের সবার। তারা যেন বিপথগামী না হয় এজন্য তাদেরকে ছোট থেকেই বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে।
আসন্ন অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাবে। এছাড়াও দেশের বিভিন্ন অনলাইন বুকশপেও বইটি ক্রয় করা যাবে বলে জানিয়েছেন বইটির প্রকাশক।
বই : একচোখে ভিন্ন পৃথিবী
লেখক : সোহেল দ্বিরেফ
প্রচ্ছদ : ইবনে শামস
প্রকাশনী : বেহুলাবাংলা
মূল্য : ২০০
দেশের বই পোর্টালে লেখা পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD