ফেব্রুয়ারি ২০২১-এ প্রকাশ হচ্ছে খ্যাতিমান শিশু-সাহিত্যিক হাসনাত আমজাদের কিশোর কবিতার বই ‘একদিন সারাদিন’। বইটি প্রকাশ করছে সপ্তডিঙ্গা প্রকাশন। ‘একদিন সারাদিন’র প্রচ্ছদ এঁকেছেন শিল্পী মোমিনউদ্দীন খালেদ ও কবিতার অলংকরন করেছেন শেখ সাদী।
বইটি সম্পর্কে হাসনাত আমজাদ বলেন, ‘বিগত এক বছর বিভিন্ন পত্র-পত্রিকায় আমার যে কিশোর কবিতাগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো এই বইয়ে গ্রন্থিত করা হয়েছে। বইয়ের নাম যেটা ঠিক সেই নামে এই গ্রন্থে একটি কিশোর কবিতাও রয়েছ ’।
তিনি আরো বলেন, ‘কবিতায় এক কিশোর তার একটা দিনকে আলাদাভাবে দেখতে চেয়েছে। আলাদাভাবে কল্পনা করেছে। যা প্রত্যেক শিশু-কিশোরদের মনকে আকৃষ্ট করবে বলে আমি মনে করি’।
পাঁচ ফর্মার চাররঙা বইটির দাম রাখা হয়েছে ২৫০ টাকা। আসন্ন অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাবে।
দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD