অমর একুশে গ্রন্থমেলা ২০২১-এ প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কবি পার্থ মল্লিকের কাব্যগ্রন্থ ‘মানুষ রঙের পাখিরা’। কবিতার বইটি প্রকাশিত হবে স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান বেহুলাবাংলা থেকে।
পার্থ মল্লিক বলেন, ‘মানুষ রঙের পাখিরা’ আমার প্রথম কবিতার বই। কৈশোর থেকেই কবিতার প্রতি আমার একটা ভালোলাগা ছিল। সেই ভালোলাগা ভালোবাসা থেকেই কবিতা লেখা শুরু। তখন কলেজের বারান্দা ছুঁয়েছি, সময়টা ২০১২ খ্রিস্টাব্দ হবে। কবিতার সাথে তখন থেকেই আমার প্রেম। প্রায় দশ বছর কবিতা-যাপনের পর আমার প্রথম বই প্রকাশিত হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘সময়টা খুবই কম। আমি নিজেকে আরও সময় দিতে চেয়েছি। কিন্তু বেহুলাবাংলায় পাণ্ডুলিপি জমা দেওয়ার পর, প্রকাশক চন্দনদা বই প্রকাশের আগ্রহ দেখান। তারপর আমার আর পিছিয়ে আসার সুযোগ ছিল না। বইটি প্রকাশিত হচ্ছে। আপনাদের আলোচনা সমালোচনা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে’।
‘মানুষ রঙের পাখিরা’ বইটি আসন্ন গ্রন্থমেলায় পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ করেছেন হাজ্জাজ তানিন। দাম রাখা হয়েছে ১৫০ টাকা।
দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD