প্রকাশিত হলো বিশিষ্ট কবি মতিন রায়হানের কাব্যগ্রন্থ ‘ও প্রেম মায়াগন্ধা’। বেহুলাবাংলা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে কবিতার বইটি। এটি কবির পঞ্চম কাব্যগ্রন্থ।
কবি মতিন রায়হান বাংলার জল-বায়ু-মাটি থেকে কবিতার রসদ সংগ্রহ করেন। উপমা-উৎপ্রেক্ষার ব্যবহার ও শব্দরুচি তাকে ভিন্নতর অবস্থানে পৌঁছে দেয়-একেবারে গ্রামীণ সরলতার কাছে। তিনি নগর-জীবনের সঙ্গে গ্রামীণ-জীবনের নানা অনুষঙ্গ থেকে কবিতার উপকরণ গ্রহণ করেন। তার কবিতায় রয়েছে সহজিয়ার স্বকীয়তা।
পাঁচ ফর্মার ‘ও প্রেম মায়াগন্ধা’ গ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন কবি-শিল্পী সারাজাত সৌম। কবির প্রতিকৃতি এঁকেছেন শিল্পী নাজিব তারেক আর অলংকরণ করেছেন শিল্পী সাফিন ওমর। অমর একুশে গ্রন্থমেলা ছাড়াও বইটি অনলাইন বুকশপে বইটি পাওয়া যাবে।
দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD