প্রকাশিত হলো মতিন রায়হানের ‘ও প্রেম মায়াগন্ধা’

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ | ৬:২৬ অপরাহ্ণ | 723 বার

প্রকাশিত হলো মতিন রায়হানের ‘ও প্রেম মায়াগন্ধা’

প্রকাশিত হলো বিশিষ্ট কবি মতিন রায়হানের কাব্যগ্রন্থ ‘ও প্রেম মায়াগন্ধা’। বেহুলাবাংলা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে কবিতার বইটি। এটি কবির পঞ্চম কাব্যগ্রন্থ।

 

কবি মতিন রায়হান বাংলার জল-বায়ু-মাটি থেকে কবিতার রসদ সংগ্রহ করেন। উপমা-উৎপ্রেক্ষার ব্যবহার ও শব্দরুচি তাকে ভিন্নতর অবস্থানে পৌঁছে দেয়-একেবারে গ্রামীণ সরলতার কাছে। তিনি নগর-জীবনের সঙ্গে গ্রামীণ-জীবনের নানা অনুষঙ্গ থেকে কবিতার উপকরণ গ্রহণ করেন। তার কবিতায় রয়েছে সহজিয়ার স্বকীয়তা।

পাঁচ ফর্মার ‘ও প্রেম মায়াগন্ধা’ গ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন কবি-শিল্পী সারাজাত সৌম। কবির প্রতিকৃতি এঁকেছেন শিল্পী নাজিব তারেক আর অলংকরণ করেছেন শিল্পী সাফিন ওমর। অমর একুশে গ্রন্থমেলা ছাড়াও বইটি অনলাইন বুকশপে বইটি পাওয়া যাবে।


দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com

 

 

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD