কক্সবাজার জেলার রামু উপজেলায় ‘ইয়ুথ পজিশন বাংলাদেশ’এর উদ্যোগে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘সাহিত্যঘর গণগ্রন্থাগার’। ‘ইয়ুথ পজিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি’ এর পরিচালনায় গণগ্রন্থাগারটি আগামী ২১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করা হবে।
সাহিত্যঘর গণগ্রন্থাগারের জন্য ইতোমধ্যে বই সংগ্রহ শুরু করেছে উদ্যোক্তাগণ। পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক রিমন বড়ুয়া বলেন, ‘সাহিত্যের বিস্তারে শিক্ষার্থী, শিক্ষক ও সর্বোপরি সাধারণ জনগণের কল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই গণগ্রন্থাগারের জন্য সারা বাংলাদেশের আগ্রহী পাঠক, লেখক, সাহিত্যিক, সাংবাদিক সকল শ্রেণির বইপ্রেমীর কাছ থেকে বই সংগ্রহ করা হচ্ছে। শুভাকাঙ্ক্ষী হিসেবে ‘সাহিত্যঘর গণগ্রন্থাগার’ এর জন্য বই পাঠাতে পারেন সবাই।’
‘সাহিত্য প্রবাহিত হোক-পৃথিবী বইয়ের হোক’- এই চিন্তাকে লালন করে শুরু হতে যাওয়া পাঠাগারের জন্য যে কেউ বই পাঠাতে পারেন। বই পাঠাবার ঠিকানা : সাহিত্যঘর গণগ্রন্থাগার, পশ্চিম মেরংলোয়া, রামু-৪৭৩০, কক্সবাজার। বাংলাদেশ। অথবা বই পাঠাতে যোগাযোগ করুন +৮৮০১৬১৪৪৩৪২৬৩ নাম্বারে কিংবা ই-মেইল করুন shahittoghar@yahoo.com ঠিকানায়।
দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD