গত ১২ এপ্রিল ২০১৮, সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বাংলাদেশের বরেণ্য ১২ জন কবি ও ৪ জন আবৃত্তিশিল্পীদের নিয়ে ল্যাবএইড ফাউন্ডেশন এর আয়োজনে কবিকন্ঠে কবিতাপাঠ, ‘চিরবসন্তের চিঠি’ অনুষ্ঠিত হয়। স্বাগত নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অংশগ্রহণকারী কবি ও আবৃত্তিশিল্পীদেরকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। এর পরে সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও সৈয়দ হাসান ইমাম। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল্যাবএইড গ্রুপের চেয়ারম্যান মিসেস সালেহা আহমেদ।
শুরু হয় কবিকন্ঠে কবিতাপাঠ ও আবৃত্তি অনুষ্ঠান। কবিতা পাঠ করেন নির্মলেন্দু গুণ, রুবী রহমান, জাহিদুল হক, হাবীবুল্লাহ সিরাজী, অসীম সাহা, কাজী রোজী, মোহাম্মদ সাদিক, মুহাম্মদ সামাদ, আসাদ মান্নান, কামরুজ্জামান কামু ও শিহাব শাহরিয়ার। আবৃত্তিতে ছিলেন সৈয়দ হাসান ইমাম, আশরাফুল আলম, জয়ন্ত চট্টোপাধ্যায় ও ডালিয়া আহমেদ এবং সবশেষে কবিতা থেকে গানে লুৎফর হাসান এবং গাজালা মাহমুদ।
অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD