হুমায়ূন কবীর। প্রকাশনা প্রতিষ্ঠান চারুলিপি’র স্বত্বাধিকারী। কথা বলেছেন মুখোমুখি বিভাগে।
বাংলাদেশের সৃজনশীল প্রকাশনার বিকাশে প্রকাশকদের মার্কেটিং ও বইয়ের প্রচার-প্রসারে কোনো ভূমিকা নেই- এই প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
“একজন সম্পাদকের কাজ সম্পাদনা করা। প্রকাশকের কাজও অনেকটা তাই। বাংলাদেশে সৃজনশীল বইয়ের বিক্রেতাশ্রেণি নেই। অথচ বইয়ের বিক্রয়ের জন্য একটি বিক্রেতাশ্রেণি থাকা খুব প্রয়োজন। এই শ্রেণি নেই বলেই প্রকাশককে বই উৎপাদনের বাইরেও বই বিক্রির জন্য মেধা খরচ করতে হয়। অথচ এমনটি হবার কথা নয়। উন্নত দেশে বইয়ের ডিস্ট্রিবিউশনের জন্য আলাদা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু আমাদের দেশে অমনটি নেই। তাই এ ক্ষেত্রে কিছুটা অরাজকতা কাজ করছে। তবে কিছুটা আশার কথা, আমাদের দেশে অনলাইনে বই বিক্রির কাজ শুরু হয়েছে। এটি আশার কথা। একইসঙ্গে আমাদেরকে বই পাইরেসির বিষয়টিও মাথায় রাখতে হবে। এটি বন্ধ হওয়া প্রয়োজন।”
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD