পাঠক প্রোফাইল

ভবিষ্যতে স্বপ্ন দেখি একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করার

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ | ১০:৩৯ অপরাহ্ণ | 904 বার

ভবিষ্যতে স্বপ্ন দেখি একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করার

॥ মো. আলী মোস্তফা ॥

মো. আলী মোস্তফা। জন্ম ১৭ সেপ্টেম্বর, ১৯৯৬ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার চাঁনপুর গ্রামে। ডাকনাম সোহাগ। পিতা খোকন মিয়া ও মাতা ছালেহা বেগম।
শিক্ষাজীবনের শুরু হাজরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক স্কুলের গণ্ডি পেরিয়ে হেফজ পড়া শুরু করি। সর্বশেষ ২০১৯ সালে সরকারি হরঙ্গগা কলেজ থেকে স্নাতক ২য় বর্ষে পরীক্ষা দেই। যদিও ফলাফল পাইনি এখনও।
পেশাগত জীবন বলতে আলহাজ্ব নূর বক্স মুন্সী দাখিল মাদ্রাসায় ২০১৮ সালে ১৬ জুলাই শিক্ষকতা পেশায় নিযুক্ত হই। এখনও সেখানে কর্মরত।

 

প্রথম পড়া বইটির কথা ঠিক মনে নেই। হেফজ শাখায় পড়াকালীন হুজুরের ফাযিল ক্লাসের বই আমার কাছে থাকত। তখন লুকিয়ে লুকিয়ে পড়তাম। কত সালে কোন লেখকের বইটি ভালো লেগেছে মনে নেই। আমার এ যাবতকালে সবচেয়ে ভালো লাগা বই হলো- ‘কাসাসুল আম্বিয়া’, ‘দ্য আলকেমিস্ট’, ‘হিমুর নীল জোছনা’, ‘যদ্যপি আমার গুরু’।
ভবিষ্যতে স্বপ্ন দেখি ব্যক্তিগত একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করার।

 


[ আপনি যদি বইপ্রেমী পাঠক হয়ে থাকেন, আপনার সম্পর্কে, আপনার বই পড়া সম্পর্কে, আপনার অভিজ্ঞতাসমৃদ্ধ পাঠক প্রোফাইল পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে। আপনার প্রোফাইল প্রকাশিত হবে আমাদের অনলাইলে। এছাড়া  বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : boideshnews@gmail.com ]

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD