॥ জিনিফা ইফাত ॥
—
জিনিফা ইফাত। জন্ম দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বিঝট্টি গ্রামে ২২ ডিসেম্বর ২০০০ সালে। ছদ্মনাম নদীকন্যা। পিতা রোস্তম আলী এবং মাতা রুবিয়া খাতুন। মা ও বাবার দ্বিতীয় কন্যা।
গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে আত্রাই, কাঁকড়া, ভেলামত নদী। আমি জীবনজুড়ে নদীর স্বপ্ন মনে মনে বুনি।
২০১৫ সালে আমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ দিনাজপুর সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে বর্তমানে দিনাজপুর সরকারি কলেজের দর্শন বিভাগে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত।
আমার প্রথম গল্প, উপন্যাস, কবিতার প্রতি আগ্রহ জন্মে স্কুলে পড়াকালীন সময়ে। স্কুলে একটি পাঠাগার ছিল। সেখানে বন্ধু-বান্ধব মিলে সময় পেলে পছন্দের বই পড়তাম। ‘বিষাদ সিন্ধু’ দিয়ে আমার বই পড়ার শুরু।
এখনও পর্যন্ত পড়া পছন্দের বই হলো ‘যদ্যপি আমার গুরু’, ‘সফল যদি হতে চাও’, ‘সুরঞ্জনা’, ‘অগ্নিবীণা’।
প্রিয় লেখক আনিসুল হক, আহমদ ছফা, এ পি জে আবদুল কালাম, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম। বর্তমানে সাদাত হোসাইন-এর পঙক্তিগুলো খুব ভালো লাগে।
আমি মনের কথা বলতে গিয়ে লিখি নদীর কথন। সেখানেই জীবনের সব সুখ-দুঃখ জমানো থাকে।
আর শখ হলো অজস্র জ্ঞানগর্ভ বই পড়া ও লাইব্রেরি দর্শন করা।
[ আপনি যদি বইপ্রেমী পাঠক হয়ে থাকেন, আপনার সম্পর্কে, আপনার বই পড়া সম্পর্কে, আপনার অভিজ্ঞতাসমৃদ্ধ পাঠক প্রোফাইল পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে। আপনার প্রোফাইল প্রকাশিত হবে আমাদের অনলাইলে। এছাড়া বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : boideshnews@gmail.com ]
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD