॥ আবু হাসান শাহরিয়ার ॥
মূর্খকাণ্ড, গণ্ডমূর্খ অধ্যায়
মূর্খ বলেছে এবং গণ্ডমূর্খ উদ্ধার করেছে সেই কথা। কী কথা? কবি-লেখকরা নাকি ৪০ পেরুলে আর নতুন কিছু দিতে পারেন না।
তাদের জানা নেই, সত্যজিৎ রায় লেখালিখি শুরুই করেছিলেন ৪০-এর পর এবং নীরদচন্দ্র চৌধুরী তার বিখ্যাত বই ‘আত্মঘাতী বাঙালী’ লেখেন ৯০ পেরিয়ে।
বুদ্ধদেব বসু ও শঙ্খ ঘোষের অনেক মহার্ঘ বই ৪০ পরবর্তী জীবনে লেখা।
এ দুজনের আগে রবীন্দ্রনাথেরও। মোদ্দা কথা– স্বভাষা-বিভাষায় রচিত বিস্তর কালজয়ী বই কবি-লেখকদের ৪০ পরবর্তী জীবনের সৃষ্টি। অতীতেও সাহিত্যপাড়ায় মূর্খ-গণ্ডমূর্খরা ছিল। তবে, একুশ শতকের মূর্খ-গণ্ডমূর্খদের মতো তারা গলাবাজি করার সাহস পেত না।
[লেখাটি কবি আবু হাসান শাহরিয়ার-এর ফেসবুক প্রোফাইলের ৩০ জুলাই ২০২০-এ পোস্ট থেকে নেয়া]
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD