পাঠক প্রোফাইল

যদি ভালোবাসি বই, আমরা জিতবোই

শুক্রবার, ৩১ জুলাই ২০২০ | ১২:০৪ পূর্বাহ্ণ | 678 বার

যদি ভালোবাসি বই, আমরা জিতবোই

॥ সৌমেন্দ্র গোস্বামী ॥

আমি সৌমেন্দ্র গোস্বামী। জন্ম ৭ ফেব্রুয়ারি ১৯৯৯, যশোরের কেশবপুর উপজেলায়। বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পাস করে, বর্তমানে রসায়ন বিভাগে পড়াশোনা করছি। বইয়ের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। তবে গভীর ভালোবাসা তৈরি হয় মাধ্যমিক পরীক্ষার পর পাওয়া ছুটির সময় থেকে। এ কারণেই স্বপ্ন দেখি একজন উত্তম পাঠক হওয়ার। আর মনের ভেতর লুকিয়ে রাখা অনেকগুলো ইচ্ছের একটি হলো ‘ব্যক্তিগত লাইব্রেরির মালিক হওয়া।’

 

আমার প্রিয় বইয়ের সংখ্যা অনেক। শেখ মুজিবুর রহমান-এর ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’, হুমায়ূন আহমেদ-এর ‘নন্দিত নরকে’, ‘কৃষ্ণপক্ষ’, ‘তেঁতুল বনে জোছনা’, ‘রূপা’, ‘হিমু সমগ্র’, ‘মিসির আলী সমগ্র’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’, ‘সঞ্চয়িতা’, ‘গল্পগুচ্ছ’, আহমদ ছফার ‘যদ্যপি আমার গুরু’, ‘গাভী বৃত্তান্ত’, মৈত্রেয়ী দেবীর ‘ন হন্যতে’, শিব খেরার ‘ইউ ক্যান উইন’, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’, ম্যাক্সিম গোর্কীর ‘মা’, আনিসুল হকের ‘মা’, নিমাই ভট্টাচার্যের ‘মেম সাহেব’, সমরেশ মজুমদারের ‘কালবেলা’ উল্লেখযোগ্য প্রিয় বই।
পড়তে পড়তে শব্দের প্রতি ভালোবাসা অনুভব করে, মাঝে মাঝে শব্দ সাজানোর চেষ্টাও করে ফেলি। তাই বই ও শব্দের প্রতি এই গভীর ভালোবাসা নিয়ে, অনেকের মধ্যে ছড়িয়ে দেয়ার ইচ্ছে রাখি। কয়েকটি শব্দে সাজানো আমার একটি বাক্য “যদি ভালোবাসি বই, আমরা জিতবোই।”

 


[ আপনি যদি বইপ্রেমী পাঠক হয়ে থাকেন, আপনার সম্পর্কে, আপনার বই পড়া সম্পর্কে, আপনার অভিজ্ঞতাসমৃদ্ধ পাঠক প্রোফাইল পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে। আপনার প্রোফাইল প্রকাশিত হবে আমাদের অনলাইলে। এছাড়া  বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : boideshnews@gmail.com ]

 

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD