সাহিত্যের নোবেল পেলেন মার্কিন কবি লুইস এলিজাবেথ গ্লুক

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০ | ১:২৯ পূর্বাহ্ণ | 796 বার

সাহিত্যের নোবেল পেলেন মার্কিন কবি লুইস এলিজাবেথ গ্লুক

সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কবি লুইস এলিজাবেথ গ্লুক

 

নোবেল কমিটির ভাষ্যমতে:
‘তাঁর অসামান্য কাব্যভাষ্য ও দার্শনিক সৌন্দর্যবোধ ব্যক্তিসত্তাকে সার্বজনীন করে তোলে।
‘গ্লুকের ভাষ্য মধুর এবং আপসহীন। তাঁর কবিতা পড়লেই বোঝা যায়, তিনি নিজেকে প্রাঞ্জল করতে সচেষ্ট। একইসঙ্গে তাঁর লেখায় পাওয়া যায় হাস্যরস ও তীক্ষ্ণ কৌতুকের সংমিশ্রণ।’
‘তাঁর লেখায় প্রধানত তিনটি বৈশিষ্ট ধরা পড়ে। পারিবারিক জীবন, খেলাচ্ছলে প্রকাশিত বৌদ্ধিক বিভা এবং রচনায় পরিস্ফূট সূক্ষ্ম জ্ঞানের বিচ্ছুরণ।’

বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ী ১১৭তম লেখক হিসেবে লুইস গ্লুকের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি।
৭৭ বছর বয়সী লুইস গ্লুক হলেন নোবেল পুরস্কারের ইতিহাসে ষোড়শ নারী, যিনি সাহিত্যের জন্য এ সম্মাননা পাচ্ছেন। ১৯৯৩ সালে টনি মরিসনের পর সাহিত্যে নোবেল পাওয়া প্রথম আমেরিকান নারী।
১৯৪৩ সালে নিউ ইয়র্কে জন্ম নেওয়া এ কবি বর্তমানে থাকেন ম্যাচুসেটসের কেমব্রিজ শহরে।
১৯৬৮ সালে লুইস গ্লুকের প্রথম কাব্যগ্রন্থ ‘ফার্স্টবর্ন’ প্রকাশিত হয়।
১৯৯৩ সালে পুলিৎজার পুরস্কারে ভূষিত হন তিনি এবং ২০১৪ সালে লাভ করেন ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড।
১৯৮৫ সালে দ্য ট্রায়াম্ফ অব একিলিস এবং ১৯৯০ সালে আরারাত প্রকাশিত হওয়ার পর দেশ-বিদেশে গ্লুকের কবিতার অনুসারী বাড়তে থাকে।

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD