পাঠক প্রোফাইল

বর্তমানের ৬০ ভাগ লেখকের লেখার মাঝে তেমন কিছু খুঁজে পাচ্ছি না

রবিবার, ২৫ অক্টোবর ২০২০ | ১১:১০ অপরাহ্ণ | 853 বার

বর্তমানের ৬০ ভাগ লেখকের লেখার মাঝে তেমন কিছু খুঁজে পাচ্ছি না

বর্তমানের ৬০ ভাগ লেখকের লেখার মাঝে তেমন কিছু খুঁজে পাচ্ছি না

॥ জান্নাতুল কলি ॥


ভাষাচিত্র গ্রুপে আমার প্রথম পরিচয় আমি ভাষাচিত্রী ১০১। কাগজ কলমে জান্নাতুল কলি হলেও ‘কলি’ নামেই সবার কাছে পরিচিত। ১২ সেপ্টেম্বর, ১৯৯৯ সালে রাজবাড়ী জেলাতে জন্ম। পরিবারের সবার ছোটো হওয়ায় শাসন, আদর সবটাই একটু বেশিই পেয়েছি। ছোটো থেকে শিক্ষকদের থেকে পুরস্কারস্বরূপ বই প্রাপ্তির কারণে বইয়ের প্রতি অন্যরকম ভালোবাসা ছিল। আমার নিজের লক্ষ্য ছিল ক্যাডার হওয়ার। কিন্তু সে লক্ষ্যের প্রথম ধাপে হেরে যাওয়ায় যখন দিশেহারা হয়ে পড়েছিলাম, তখনই বই আমাকে আপন করে নিয়েছে। মাত্র এক বছর হয়েছে অনলাইনে বইয়ের জগতে এসেছি। সন্ধান পেয়েছি শত শত লেখক, পাঠক, প্রকাশকদের। এই স্বল্প সময়ে বইয়ের মাধ্যমে সাফল্যের খাতায় যুক্ত হয়েছে একের পর এক বিজয়ের মুকুট। অনেক অজানা বই সম্পর্কে জেনেছি। এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো প্রিয় লেখক রাখতে পারিনি। কারণ কারো লেখা গল্প, কারো বা উপন্যাস, কারো কবিতা আমার প্রিয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমাকে অন্য জগতে নিয়ে যায়। বই যে মানুষের কতটা আপনজন হতে পারে, সেটা একমাত্র বইপ্রেমীই বোঝে। কোনো গল্প/কবিতা মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আবার কোনো গল্প পড়ে মন ভালো হয়ে যায়। যতদূর মনে পড়ে ২০০৪ সালে “শেয়ালের জন্মদিন” বইটি প্রথম পড়া বই। তবে গল্পটি এখনো সম্পূর্ণ মনে আছে। শত শত বইয়ের মধ্যে এখন পর্যন্ত সেরা কবিতা “সোনার তরী”, রবীন্দ্রনাথ ঠাকুর। সেরা উপন্যাস “হাজার বছর ধরে” জহির রায়হান। জীবনে অনেক বই পড়তে চাই। বই নিয়ে অনেক স্বপ্ন আছে। তবে কখনোই লিখতে চাই না। বরং সব লেখকদের বই সম্পর্কে জানতে চাই। যদিও মনে হয় বর্তমানের ৬০% লেখকের লেখার মাঝে তেমন কিছু খুঁজে পাচ্ছি না। ২০২০ সালে নিজ জেলার একুশে বইমেলাতে প্রতিভা প্রকাশ প্রকাশনীর স্টল দিয়েছি। ইচ্ছা আছে প্রতি বছর কোনো না কোনো প্রকাশনীর স্টলে থাকবো। নিজের জেলায় পাঠক বৃদ্ধিতে সর্বোচ্চ চেষ্টা করব। যখন আমি বড়ো হবো, যদি নিজের ছোটোবেলার স্বপ্ন পূরণ হয় তবে অবশ্যই নিজ জেলায় বৃহত্তর লাইব্রেরি গড়ে তুলবো। অনিশ্চিত ভবিষ্যৎতে জানি না কী হবে!!!
আমরা সবাই জানি “ভাষাচিত্র” ভাষাকে বই এর পাতায় চিত্রায়ণের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে নানা ঘটনা প্রবাহের জন্য কালের মহাসমুদ্রে বেয়ে চলা অন্যতম এক তরী।
তরী যেমন তার আয়ুষ্কালে মহাসমুদ্রে ভেসে চলে যাত্রী নিয়ে থাকে না স্থবির হয়ে, ঠিক তেমনি “ভাষাচিত্র” এক জায়গা স্থবির না থেকে ঘুরছে সারা পৃথিবীতে।
সেই “ভাষাচিত্র” আজ আমাকে নিজের সম্পর্কে জানাতে এতো সুন্দর আয়োজন করায় ভাষাচিত্রকে অসংখ্য ধন্যবাদ।
অনেকদিন রিডিং ব্লকে থাকার পর মাত্র কয়েকদিন আবার বই পড়া শুরু করেছি। কিন্তু করোনা আমাকে আবার থামিয়ে দিয়েছে। জানি না আর কখনো বই পড়ার সুযোগ হবে কি না!
দু’চোখ জুড়ে শত শত স্বপ্ন,
হয়তো সত্যি হওয়ার নয়।

 


[ আপনি যদি বইপ্রেমী পাঠক হয়ে থাকেন, আপনার সম্পর্কে, আপনার বই পড়া সম্পর্কে, আপনার অভিজ্ঞতাসমৃদ্ধ পাঠক প্রোফাইল পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে। আপনার প্রোফাইল প্রকাশিত হবে আমাদের অনলাইলে। এছাড়া  বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : boideshnews@gmail.com ]

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD