বাংলাদেশের চলচ্চিত্রের স্বর্ণযুগের কথা বলতেই আমাদের চোখের সামনে ভেসে আসে সাদা-কালো ফ্রেমে বন্দি চিরচেনা সব চলচ্চিত্রগুলো।
বাংলাদেশে প্রথম বায়োস্কোপ প্রদর্শিত হওয়ার মাধ্যমে এদেশে চলচ্চিত্রের প্রচলন শুরু হয় ১৮৯৮ সালের ১৭ এপ্রিলে। এরপর থেকে এদেশে জন্ম নিয়েছে কালজয়ী সব নির্মাতারা। কেমন ছিলো তাদের চলচ্চিত্র ভাবনা, নির্মাণ শৈলী?
আহমেদ আমিনুল ইসলামের ‘বাংলাদেশের চলচ্চিত্র : চলচ্চিত্রে বাংলাদেশ’ গ্রন্থটি চলচ্চিত্র অঙ্গনের সেকাল থেকে একালের ২১ টি প্রবন্ধ লিখেছেন। গ্রন্থটিতে আলোচনা করা হয়েছে ‘পথের পাঁচালী’ ও সুবর্ণরেখা’, জহির রায়হানের চলচ্চিত্রে সমাজ ও রাষ্ট্রপ্রসঙ্গ, বাংলাদেশের চলচ্চিত্রে নারীর ইমেজ চিত্রায়ণ, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সঙ্কট: উত্তরণের পথ, ইত্যাদি প্রসঙ্গ।
বইটি চলচ্চিত্রসংশ্লিষ্ট পাঠকের মনোযোগ কাড়বে।
বইয়ের নাম : বাংলাদেশের চলচ্চিত্র চলচ্চিত্রে বাংলাদেশ
লেখক : আহমেদ আমিনুল ইসলাম
মূল্য : ৯৫০ টাকা
দ্বিতীয় সংস্করণ : ফেব্রুয়ারি ২০২০
প্রচ্ছদ : তৌহিন হাসান
প্রকাশক : ভাষািচত্র
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD