সানাউল্লাহ সাগরের ‘সহবাস’

বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১ | ৪:০৫ অপরাহ্ণ | 698 বার

সানাউল্লাহ সাগরের ‘সহবাস’

লিভ-টুগেদার বাংলাদেশে এখনো সমাজ স্বীকৃত নয়। কিন্তু সমাজের লাল চোখে চোখ রাখার সাহস রাখে কেউ কেউ। নিজেকে সমাজের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার খেসারত; ভয়—বাঁধা হতে পারেনি অন্তু-লিসার ভালোবাসায়। তারা দাঁড়িয়েছে সময়ের মুখোমুখি। এমনই গল্প নিয়ে লেখা হয়েছে সানাউল্লাহ সাগরের উপন্যাস ‘সহবাস’।

উপন্যাসে দেখা যাবে- অন্তু ও লিসা নিজেদের নিয়ে দৌঁড়িয়েছে সুখের কফিন-সন্ধ্যার রবীন্দ্রনাথ কিংবা সুখের মগডাল পর্যন্ত। বেঁচে থাকার যুদ্ধে অন্তু দেখেছে প্রতিষ্ঠান বিরোধী লিটলম্যাগকর্মি কীভাবে ভাড়া লেখক হয়ে ওঠে! তরুণ কবি নিজের লেখা বেচে দিয়ে কুয়াশার আড়ালে তলিয়ে যায়। তার লেখা বেঁচে ওঠে অন্য পরিচয়ে! যেখানে অন্তু নেই। নেই কোনো প্রেম-ভালোবাসার নদী। সেখানে কেবল ক্ষুধার থাবা; অভাব আর সরল দারিদ্রতা—মসৃণ পথের অন্তরালে উহ্য পিচ্ছিল গুহা। সেখানে মুক্তিযুদ্ধ, ধর্মীয় রাজনীতি, প্রেমিক-প্রেমিকা, শিল্পচর্চার সিঁড়ি কিংবা লিসা-মেহরুবা-মিথিলারা বিবিধ পাখি; একই চেহারায় ভিন্ন ভিন্ন পথ…


বই : সহবাস
লেখক : সানাউল্লাহ সাগর
প্রকাশক : পাললিক সৌরভ
প্রকাশকাল : জানুয়ারি ২০২১ খ্রি.
প্রচ্ছদ : আল নোমান
মূল্য : ২৮০ টাকা


  • দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com
Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD