নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপনের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ গ্রন্থাগার সমিতি।
সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ ফেব্রুয়ারি ২০২১, রাজধানীর গণগ্রন্থাগার অধিদপ্তরের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এই কর্মসূচি পালন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন ও নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী। এছাড়াও দেশের বরেণ্য শিক্ষাবিদ, সমিতির নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট পেশাজীবীবৃন্দ উপস্থিত থাকবেন।
আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় গ্রন্থাগার সমিতির স্মরণিকা ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন করা হবে।
দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD