‘ক্রাচের কর্ণেল’ রাজনৈতিক চাদরে ঢেকে রাখা এক রহস্যময় চরিত্র

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ | ৯:০৪ অপরাহ্ণ | 351 বার

‘ক্রাচের কর্ণেল’ রাজনৈতিক চাদরে ঢেকে রাখা এক রহস্যময় চরিত্র

কর্ণেল তাহের- বাংলাদেশের ইতিহাসে এক অস্পষ্ট ও রহস্যময় চরিত্র। স্বাধীনতা যুদ্ধে পা হারান তিনি। বাংলাদেশের ইতিহাসকে পতিত করে অবিরাম জন্ম দেওয়া হয়েছে ধোঁয়াচ্ছন্ন আর মিথ্যার বেসাতি।

 

বর্তমান সময়ের রাজনীতির তীক্ষ্ণ পর্যবেক্ষক লেখক শাহাদুজ্জামান। মুক্তিযুদ্ধের পূর্বাপর কালকে উপজীব্য করে কর্ণেল তাহেরকে মূল চরিত্রে রেখে লিখেছেন ‘ক্রাচের কর্ণেল’। রাজনৈতিক চাদরে ঢেকে রাখা একটি চরিত্রকে লেখক তুলে এনেছেন নির্মোহভাবে। অপার সাহসিকতায় আর সামগ্রিকতায় তিনি চিত্রায়ণ করেছেন পশ্চিম পাকিস্তানের ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে যোগদান করা মুক্তিযোদ্ধা, দুর্ধষ কমলপুর অপারেশনে পা হারানো সেক্টর কমান্ডার, যুদ্ধবিধ্বস্ত দেশের এক স্বাপ্নিক নাগরিকের গল্প। লেখক নিজে বাংলাদেশের রাজনৈতিক কালকে উপলব্ধি করার চেষ্টা করেছেন কর্ণেল তাহের নামের এক অমীমাংসিত, বিতর্কিত ও বর্ণাঢ্য চরিত্রের মধ্য দিয়ে।

ক্রাচের কর্ণেল মূলত ব্যাপক ও বিস্তৃত ঐতিহাসিক প্রেক্ষাপট ও অগণিত চরিত্র জটিল, সর্পিল রাজনৈতিক ঘটনাবলির বয়ান।

অগণিত পাঠকের মন জয় করা উপন্যাস ক্রাচের কর্ণেলকে পরবর্তীতে উপন্যাসটিকে নাট্যরুপ দেওয়া হয়েছে।

 


বইয়ের নাম : ক্রাচের কর্ণেল
লেখক : শাহাদুজ্জামান
প্রকাশনী : মাওলা ব্রাদার্স
মুদ্রিত মূল্য : ৪৮০ টাকা


 

[ বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : desherboi@gmail.com ]

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD