জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উপলক্ষ্যে ১০৪ তরুণ কবির কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে কাব্য-সংকলন ‘তারুণ্যের স্পর্ধিত উচ্চারণ’।
সংকলনটির প্রকাশনা উপলক্ষ্যে আগামী ১৮ মে, শনিবার, বিকেল ৪.৩০টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য এক তারুণ্যের উৎসব।
উক্ত উৎসব উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে নিয়ে যিনি সর্বাধিক সংখ্যক উৎকৃষ্ট কবিতা লিখেছেন, বাংলাদেশের সেই স্বনামধন্য কবি নির্মলেন্দু গুণকে প্রদান করা হবে ‘পোয়েট অব বঙ্গবন্ধু’ খেতাব ও সম্মাননা।
এছাড়া সংকলনভুক্ত ১০৪ তরুণ কবির মধ্যে থেকে ৪ জনকে প্রদান করা হবে ‘কবিতায় বঙ্গবন্ধু সম্মাননা’।
[ বই-পুস্তক-প্রকাশনা এবং বুক ইন্ডাস্ট্রির যেকোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : boideshnews@gmail.com ]
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD