আজ পঁচিশে বৈশাখ

বৃহস্পতিবার, ১০ মে ২০১৮ | ১১:০২ পূর্বাহ্ণ | 1661 বার

আজ পঁচিশে বৈশাখ। এইদিনে বাঙালির জোড়াসাঁকো শান্তিনিকেতন ধুতি শাড়ি গান কবিতা গরম ঘাম বেলফুল জুঁইফুল সেল্ফি প্রভাতফেরি সব মিলিয়ে টিলিয়ে একেবারে জড়াজড়ি অবস্থা।
এভাবেই একজন মানুষ ক্রমশ বিগ্রহ আর নিজের অনিচ্ছাতেই অচলায়তন হয়ে ওঠেন। যে গতির সাধনা করে চলেছেন মানুষটি সারাজীবন, পা ফেলেছেন নতুন থেকে নতুনতরে, তাঁকে কেন্দ্র করেই গড়ে উঠতে থেকেছে এক স্থবির নিগড়।
কিন্তু এই চর্চিত স্থবিররত্বই তো শেষ কথা নয়। যে-ভূমিতে চলেছে অনিবার প্রাণের সাধনা, তা তো কেবল বিগ্রহে বন্দি থাকতে পারে না। মাঠেঘাটে সাইকেলে রেলপথে নাটকে … বেঁচে থাকে সজীব শান্তিনিকেতন। কেবল পুরোনো স্মৃতিচারণের দুনিয়া তা নয়। তা আজকের। কাছাকাছি সময়ের।
কিছুদিনের মধ্যেই তার সঙ্গে দেখা হবে আমাদের।

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD