জন্মদিন

শুভ জন্মদিন হালিমা আক্তার

রবিবার, ১৮ এপ্রিল ২০২১ | ৪:৪৭ অপরাহ্ণ | 593 বার

শুভ জন্মদিন হালিমা আক্তার

‘আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে
তবু শান্তি, তবু আনন্দ, অনন্ত জাগে’

 

আপনজনদের হারানোর প্রচণ্ড শোক সইয়ে রবিঠাকুর গানটি লিখেন, হাহাকার আর আনন্দ সমান্তরালে বয়ে গেছে গানের কথায়।
ঠিক এমন এক সময়ে এসে দাঁড়িয়েছি আমরা। চারদিকে হারাবার মিছিল, কেবল ফুরাবার শ্লোক। তবুও আনন্দের মুহূর্ত তো থেমে থাকে না। এসে নিঃভৃতে চলেও যেতে পারে না। বেঁচে থাকবার রসদ হিসেবে প্রকৃতির প্রতিশোধের এই সময়ে আনন্দদের ছেনে বাঁচতে হবে আমাদের। তেমনই এক আনন্দের দিন আজ।
গ্রুপকে পরিচ্ছন্ন রাখতে, লেখক-পাঠক-রিভিউয়ারদের প্রতিনিয়ত অনুপ্রেরণা দিতে ভাষাচিত্র বুক ক্লাবে যারা আন্তরিকভাবে সময় দেন; সেই মডারেটরদের একজন Halima Akter হালিমা আক্তার-এর আজ জন্মদিন।
শুভ জন্মদিন শুচিস্মিতা।
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। বইয়ের সাথে আপনার শুদ্ধ পথচলা দীর্ঘ হোক।

ভাষাচিত্র বুক ক্লাব ও দেশের বইয়ের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।


দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com


Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD