একদিন এসো‚ নিরিবিলি
।। আহরাফ রবিন ।।
একদিন এসো‚ নিরিবিলি
ইছামতীর তীরে সেই শ্মশানঘাটের সিঁড়িতে।
একদিন এসো‚ খোলা পাঁজরে।
একদিন তুমি আর আমি‚
অবগাহনে যাব শান্ত নদীর জলে।
একদিন এসো‚ নিরিবিলি
রেসকোর্সের ময়দানে; ঘোড়া দাপিয়ে বেড়াব।
একদিন এসো‚ রক্ত-মাংস‚ হাড়ে।
একদিন তুমি আর আমি‚
ঢেউ তুলব রক্তের ভেতর।
একদিন এসো‚ নিরিবিলি
অরণ্যের নির্জনে—যেখানে হিজল গাছের ছায়া।
একদিন এসো‚ শরীরের ভেতর।
একদিন তুমি আর আমি‚
প্রার্থনা করব শরীরে শরীর ঘেঁষে।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD