ভাষাচিত্র ঈদ সাময়িকী

মুনীরা ফেরদৌসীর পত্রসাহিত্য

সোমবার, ১৭ মে ২০২১ | ১২:২১ অপরাহ্ণ | 677 বার

মুনীরা ফেরদৌসীর পত্রসাহিত্য

।। পত্রসাহিত্য ।।


 

রবি,
আজ লিখতে বসে কিছুই মনে আসছে না। মনের কলমের কালি কি শেষ হয়ে গেল! বুঝতে পারছি না।
হয়তো তোমার সাথে বলার মতো কথার মালার ফুলগুলো সব ঝড়ে গেছে। অথচ কত শত কথার ফুল ফোটাতাম আমরা। কারণ-অকারণে হাজারও ঝগড়ার ডালি সাজিয়ে রাখতাম। মনে পড়ে সেসব দিনগুলি?
মধুময় কথার বিষ যে কতদূর যেতে পারে তা হয়তো তোমাকে না দেখলে জানা হতো না। কথায় কথায় কথার জল গড়িয়ে সমুদ্রে গিয়ে পড়ল। তার গভীরতায় আমি ডুবে গেলাম। সেই আচ্ছন্নতায় কখন যে জলোচ্ছ্বাস উঠলো কে রেখেছিল তার খবর! না তুমি না আমি! হঠাৎই যেন ছিটকে পড়লাম দুজন দুদিকে।
আজ আমরা শুধুই পরিচিত। এ ব্যতীত আর কিছুই নই। কেউ কারও কিচ্ছু নই। সময়ের চাকা থেমে থাকবে না। আমিও চলবো, তুমিও চলবে। হয়তো এক শহরে থেকেও আর কোনোদিন দেখাই হবে না। তাই বলে আমরা কেউ আগের মতো মরে যাব না। আমরা দিব্যি বেঁচে থাকবো, হাসবো, গাইবো। শুধু বুকের ভেতর সেই সমুদ্রটা অযথাই গর্জন করে করে ক্লান্ত হতে হতে একদিন তার জল শুকিয়ে যাবে। কি হবে তাতে? কিচ্ছু না। আমরা বেঁচে থাকবো।

 

ইতি,
নন্দিনী

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD