বর্ষামঙ্গল
সাইফুল্লাহ মাহমুদ দুলাল
নামতা এবং সাঁতার শেখার আগেই স্কুলটি বানে ভেসে গেল,
স্বৈরাচার বৃষ্টি লকডাউনে আটকিয়ে রাখলো,
বর্ষা শিক্ষিত হতে দিলো না!
*
মাস্ক কেনার পয়সা নেই,
তার চেয়ে নাও’য়ে আলকাতরা জরুরি।
আজানের চেয়ে বেশি আকর্ষণীয় নঙ্গরখানার লাব্রা।
*
কদম ফুটলেও সুন্দর লাগে না, ভালো লাগে না!
মৃত্যু নিয়ন্ত্রণ হচ্ছে না।
অক্টোপাস অভাব আমাদের শিক্ষার হার বাড়তে দিচ্ছে না!
…
টরন্টো, আগস্ট ০৩, ২০২০
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD