দেশের বই ঈদ সাময়িকী

সায়েমা চৌধুরী’র গুচ্ছ ছড়া

শুক্রবার, ২১ মে ২০২১ | ১০:৪৫ অপরাহ্ণ | 420 বার

সায়েমা চৌধুরী’র গুচ্ছ ছড়া

সায়েমা চৌধুরী’র গুচ্ছ ছড়া


 

ঈদ

এক ফালি চাঁদ ঐ আকাশে
খুশির জোয়ার তাই বাতাসে
ধনী গরীব কী আসে যায়
কালকে খুশির ঈদ।

গরীব দুঃখী তোমার পাশে
পায়নি জামা তবু হাসে
পায় না খেতে গোস্ত সেমাই
দাও ওদের সুহৃদ।

ঈদ আনন্দে ভালোবাসায়
হাসুক সবার হৃদ।

 

বাঁশি

মেঠোপথে সবুজ মাঠে
সাঝেঁর বেলা নদীর ঘাটে
মন ভোলানো বাঁশিটা রোজ
বাজায় কে ঐ দূরে?

ঐ যে সবাই যাচ্ছে হাটে
সূর্যি মামা গেলেন পাটে
রাখাল ছেলে বাঁশরিয়া
বাঁশি বাজায় সুরে।

তালপাতাতে বাজিয়ে সুর
পাগলটা ঐ ঘুরে।

 

বৃষ্টি

বৈশাখেতে বৃষ্টি পড়ে
ঝড় বাতাসের সাথে ঝরে
শ্রাবণ মাসে রিমঝিমাঝিম
জাগে শিহরণ।

আষাঢ় মাষে ঐ অঝোরে
খালে বিলে জলে ভরে
জলের প্লাবণ বন‍্যা আনে
অতিষ্ঠ জীবন।

ঝিরিঝিরি বৃষ্টিতে আজ
ভিজব কিছুক্ষণ।

 

চাঁদ

চাঁদের আলো লাগে ভালো
মিষ্টি হেসে ঘুচায় কালো
দূর আকাশে আলোর দ‍্যুতি
হৃদয়লোকে চাই।

বাঁকা চাঁদে অল্প আলো
শিশুর মতো মন ভোলানো
চাঁদে বুড়ি চড়কা কাটে
রূপকথাতে পাই।

‘আয় আয় চাঁদ মামা’ ডেকে ঐ
আকাশে তাকাই।

 

রংধনু

বর্ষাকাশে মেঘের ভেলা
রোদ বৃষ্টিতে আলোর খেলা
সূর্যালোকে পানির কণা
রঙের ঝিলিক মাখা।

বৃষ্টির পরে ঐ রোদেলা
রংধনু সাত রঙের মেলা
দূর আকাশে রঙের ধনুক
রংধনুটা বাঁকা।

সাদা আলোর বর্ণালী সে
সাতটি রঙে আঁকা।

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD