ভাষাচিত্র বুক ক্লাব আয়োজিত শুক্রবারের কবিতা শীর্ষক আয়োজন থেকে বাছাইকৃত কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে “দেশের বই ঈদ সাময়িকী”। আজ প্রকাশিত হলো নাহিদ বেগম লাকীর দুটি কবিতা।
[১]
ঈদের চাঁদ
ঈদের ঐ একফালি চাঁদ যেন খুশির বৃষ্টি হয়ে আসে,
তাপদাহে তপ্ত পৃথিবী যেন আনন্দ সরোবরে ভাসে!
থেমে যায় যেন কামান-গোলা যতসব যুদ্ধ আয়োজন,
ফুলের সুবাস আসুক, ছড়াক পাখিদের
মিষ্টি কূজন!
বারুদের গন্ধ নয় বাতাসে উড়ুক আতরের ঘ্রাণ,
ভেদাভেদ ভুলে কোলাকুলি হোক সবে একাত্মা এক প্রাণ!
অত্যাচারীর উদ্ধত হাত ভালোবাসায় হোক সিক্ত,
জীবনের তরে জীবন হোক সমাজ হোক চির শোষণ মুক্ত!
[২]
সে আমি জানি
একসময় অনুভূতি হারিয়েছিলাম
গন্ধহীনতায় ভুগেছি অনেক দিন!
স্বপ্নহীন বাস্তবতায় হয়েছিল অস্তিত্ব বিলীন
ভোরের সূর্যালোক আনন্দ হয়ে আসতো না আঙিনায়
বসন্ত বাতাস ছুঁয়ে দিয়ে ভালোবাসি বলেনি আমায়!
পূর্ণিমার চাঁদ কতদিন জ্যোৎস্না হয়ে স্বপ্ন ঝরায়নি বলো,
আনমনা হয়ে নীলিমার বুকে চলিনি এলোমেলো!
হঠাৎ সেদিন দিগন্তের ওপারে আলো ঝলমল হাসি
দখিনা বাতাস কানে কানে বলে তোমায় ভালোবাসি!
হাসনাহেনা গন্ধ বিলায় তারা ঝলমল রাতে
চাঁদের তিলক কপালে পরায় মমতার সে কোন হাতে!
তপ্ত হৃদয় মরুতে বহে অমোঘ ঝর্ণাধারা,
প্রেম বুভুক্ষু হৃদয় মম, ভালোবাসায় দিশেহারা!
আঁখির তারায় স্বপ্নবিলাস প্রজাপতির হাতছানি
হৃদয় জুড়ে সুখের বারতা, এসেছো তুমি জানি
সে আমি জানি!
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD