ভাষাচিত্র বুক ক্লাব আয়োজিত শুক্রবারের কবিতা শীর্ষক আয়োজন থেকে বাছাইকৃত কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে “দেশের বই ঈদ সাময়িকী”। আজ প্রকাশিত হলো সুমন ঘোষ-এর দুটি কবিতা
[১]
রাতের অনেক অসুখ থাকে
আমার এখন ঘুম হয় কম
বেশিটা প্রহর জেগে থাকি
কিছুটা কাটে অর্ধেক ঘুমে
বাকিটা ঠিক বোঝা যায় না।
আমার এখন ঘুম হয় কম
বিষণ্ন রাত যেতে চায় না।
রাতের অনেক অসুখ থাকে!
কষ্ট থাকে
দুঃখ থাকে
বিষাদ থাকে
তুমি থাকো না!
তুমি ছাড়া একটা রাত
অনন্ত রাত হয়ে থাকে।
রাতের শরীরে শেকড় ছড়িয়ে
স্মৃতির গভীরে
বসত গড়ে।
দু’চোখ ভ’রে এক জোড়া চোখ
কতো যে দেখেছি মনে পড়ে।
এভাবেই রাত পার হয়ে যায়
সকাল আসে-
আগেও আসতো।
তখন সকাল ব্যস্ত ছিল
তখন দুপুর ব্যস্ত ছিল
সন্ধ্যা-রাত ব্যস্ত ছিল।
এখন সময় আস্তে হাঁটে
পেছন ফিরে তাকিয়ে থাকে
নতমুখে দাঁড়িয়ে থাকে।
আমার এখন ঘুম হয় কম
চোখের সামনে একজোড়া চোখ
অদ্ভুত রকম কাঁদতে থাকে!
খুব নীরবে চোখের তারায়
শিশিরভেজা জোস্না রাখে!
আমার এখন ঘুম হয় কম
রাতের অনেক অসুখ থাকে!
[২]
কোনো খাঁচায় মানুষ নেই
এক এক করে চিড়িয়াখানার লোহার খাঁচায়
বন্দী হিংস্র জন্তু-জানোয়ার দেখা হয়ে গেল।
প্রতিটি খাঁচার সামনে গিয়ে উপভোগ করেছি
ভেতরে অসহায় কারাবন্দী প্রাণীদের বিচরণ।
তাদের তর্জন-গর্জন, লম্ফঝম্প
অথবা স্থির উপস্থিতি সবকিছুই স্বস্তিদায়ক।
বিশাল অজগর ধীরে ধীরে এগিয়ে চলেছে
ছেড়ে দেয়া মুরগীর ছানা লক্ষ্য করে।
বাঘটা জ্বলজ্বল চোখে চেয়ে আছে-
ঘন নিঃশ্বাসে তার বিরাট পাকস্থলি
খুব দ্রুত ওঠানামা করছে।
পাশের খাঁচায় একটা সিংহ হঠাৎ গর্জে ওঠে।
সকলে ছুটতে শুরু করে
কী আশ্চর্য! তারা ছুটছে খাঁচাটার দিকে।
কোথাও কোনো আতংক নেই।
মাইকে শুনছি কে যেন বলছে
একটা ছয় বছরের শিশু হারিয়ে গেছে
কয়েক জোড়া চোখ ছুটে গেলো বাঘের
এবং সিংহের খাঁচায়
কয়েক জোড়া অজগরের দিকে
সব জোড়া চোখে ওরা নির্দোষ
প্রমাণিত হলো।
জটলায় গুঞ্জন শোনা গেল
বাচ্চাটার হদিস পাওয়া গেছে
তারে ছেলেধরায় ধরেছে। একটা প্যাঁচার
চোখে চোখ পরতেই অবাক হলাম
সে যেন আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে!
ছোটো ছোটো খাঁচায় আবদ্ধ পশুরা
ভীত সন্ত্রস্ত হয়ে মানুষ দেখছে!
একটা বাঘ কত আর শিকার করে
একটা অজগর কত আর গিলে খায়
একটা গোখরো কতবার ছোবল দেয়
একটা মানুষ আস্ত পৃথিবী খেয়েও
তুষ্ট হয় না।
খাঁচায় খাঁচায় বন্দী কত নিরীহ প্রাণী
অথচ
কোনো খাঁচায় মানুষ নেই!
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD