ভাষাচিত্র বুক ক্লাব আয়োজিত শুক্রবারের কবিতা শীর্ষক আয়োজন থেকে বাছাইকৃত কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে “দেশের বই ঈদ সাময়িকী”। আজ প্রকাশিত হলো তাসলিমা কাওসার লাকী-এর দুটি কবিতা
[১]
সন্ধানী মন
তিনকাল নীরাভরা চোখে
দীপ্তহীন মুখ লুকিয়ে
প্রাণ খুলে শুনতে চেয়েছি
দুঃখের ঘ্রাণ কত ম্লান!
কী এমন সংকোচ অধরে
থেমে গেলে সময়ের কাছে?
চুপিচুপি কত কথা শুনি
কান পেতে থাকি অধীর হয়ে।
একগুচ্ছ রজনীগন্ধায়
বিছিয়ে রাখি তব চরণ দুটি।
মুষ্টিবদ্ধ বাহু মেলে দেই
প্রতিবাদের মুখর প্রহরে
আনমনে ঝরে পড়ে সুর
বেজে ওঠে পাঁজরের হাড়
টুংটাং ধুপধাপ শব্দ যত।
শাড়ির আঁচল দিয়ে
ঢাকতে চেয়েছি দুর্বলতা
তারপরও ভিজে ওঠে
আঁকা নীল দুটি আঁখি!
সহসা আমি চমকে উঠি
আঁচলে চোখ দুটো মুছে
খুঁজে ফিরি সুখের সন্ধান।
[২]
মিষ্টি মধুর ঈদ
ঐ দেখো বাঁকা চাঁদ উঠেছে ফুড়ে
গোধূলির সন্ধ্যা আকাশ জুড়ে।
মোমিন মনের সব খুশি আজ
কুড়িয়ে নিয়ে আকাশ চম্পা সেজেছে।
ছোট-বড়, ধনী-গরিব সবার মাঝে
এক সাগর খুশির জোয়ার এসেছে।
রমজানের রোজার শেষে ঈদ হবে ভাই
ভেবে ভেবে চোখে ঘুম আসে না তাই।
আকাশে ঈদের চাঁদ রাত্রিবেলার খুশি
ছেলে-বুড়ো সবার মুখে ঈদ মোবারক বুলি।
মা রাঁধবে কোরমা পোলাও জর্দা সেমাই
তাই তো প্রাণে খুশির সীমা নেই।
কাকডাকা ভোরবেলাতে
গোলাপ জলে গোসল করে।
বেরিয়ে যাবে ঈদগাহের ঐ ময়দানে
পড়বে নামাজ সব মোমিন একসাথে।
ঈদের দিনে নেই ভেদাভেদ কারো সনে
আমরা সবাই সমান এই মুসলিম জাহানে।
নতুন জামা নতুন জুতো বাবা কিনে দেবে
সালাম দিলে করবে দোয়া প্রাণ ভরে সবে।
এই দিন তোমার আমার সবার
বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর।
রমজানের রোজার শেষে ঈদ এসেছে ভাই
মিষ্টি মধুর আনন্দে চোখে ঘুম আসে না তাই।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD