দেশের বই ঈদ সাময়িকী

রাশেদুল আলম-এর কবিতা

সোমবার, ০৯ মে ২০২২ | ৫:৩৫ অপরাহ্ণ | 188 বার

রাশেদুল আলম-এর কবিতা

ভাষাচিত্র বুক ক্লাব আয়োজিত শুক্রবারের কবিতা শীর্ষক আয়োজন থেকে বাছাইকৃত কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে “দেশের বই ঈদ সাময়িকী”। আজ প্রকাশিত হলো রাশেদুল আলম-এর কবিতা


 

[১]
নীল বিষ

নীল বিষে জর্জরিত হচ্ছি প্রতিনিয়ত,
ধূসর হচ্ছে সময়।
যা কিছু লক্ষ্য ছিল, ছিল প্রতীক্ষিত,
সব প্রহেলিকাময়।
কে হাসে? প্রহসনের, মিথ্যের!
প্রতিশ্রুতি তো ছিল না এমন!
সুখ সুখ করেই তো অসুখ হলো
অন্তঃসারশূন্য মাকাল যেমন।
এখন শরীর জাগে না বসন্তঘ্রাণে,
সবুজ শ্যাওলার আস্তরণ হৃদয়জুড়ে
চিন্তা-চেতনার ঘরখানি এখন আস্তাকুঁড়
আগাছা উঁকি দিয়ে যায় নাবালজমি ফুড়ে।
একটুখানি স্বপ্ন ছিল,
মহাজনে তা কেড়ে নিলো,
সবকিছু তো তোমারই
আমি তো এক মুসাফির।
কে কাঁদছে? এখন তো কেউ কাঁদে না!
শেকড়-বাকড় শাখা-প্রশাখা নিয়ে
ডুবে যাচ্ছি অকস্মাৎ গভীর চোরাবালিতে,
চারদিকে এখন গাছ, গাছেরা নিশ্চুপ দাঁড়িয়ে।
গাছেরা আরেক গাছকে হাত বাড়িয়ে ধরে না,
মানুষ এখন গাছের মতোন দাঁড়িয়ে,
নিরাবেগ চোখে দেখে অন্যর সমাপন,
অট্টহাসি দাও, এখন আর কেউ কাঁদে না!
নীলে ছেয়ে যাচ্ছে শহর, অলিগলি রাস্তা
ঝিল, খাল, নদী-নালা, সেতু, উড়াল সেতু
কাশের বন, সরিষা-সূর্যমুখীর গুলদস্তা,
শিমুল-পলাশ ব্রাত্যজনের বিস্মৃত ঋতু
শহুরে মেঘ, শহুরে বৃষ্টি নভেম্বর রেইন
সবকিছু থেকেও, লোকদেখানো পেইন!
নীলে ছেয়ে যাচ্ছে তোমাদের চেহারা
তোমাদের অনুভব, স্মৃতি, আনকোরা
সব গল্প; কিছুটা সত্য, কিছুটা কল্পনা!
ছুঁয়ে দেবার আনন্দ, বাতাসে কাটে আলপনা
অগভীর প্রেমাতাল সব প্রেমিক-প্রেমিকারা।
নীল বিষে ছুঁয়ে যাচ্ছে থালাচাঁদ, সন্ধ্যাতারা।
শহরের প্রতিটি দেয়ালে ফুটেছে নীলরাগ,
চুপ করে থাকি, দেয়ালেরও কান সজাগ।

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD