ভাষাচিত্র বুক ক্লাব আয়োজিত শুক্রবারের কবিতা শীর্ষক আয়োজন থেকে বাছাইকৃত কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে “দেশের বই ঈদ সাময়িকী”। আজ প্রকাশিত হলো মুনিরা ফেরদৌসীর দুটি কবিতা
[১]
মানুষ হও
বছর ঘুরে রমজান আসে নিয়ে সিয়াম-সাধনা
কোন মুমিন আছে যার হৃদয় এতে কাঁপে না!
তুমি আমি সবাই তো আজ দুই দিনেরই মুসাফির
তবু কেন নেই যে হায় বিচার দিনের চিন্তা-ফিকির!
করছো উল্লাস, খেলছো তাস, মজছো নিয়ে রঙ বাতাস
ভাবছো কী; এই যে শ্বাস আছে কি তার কোনো বিশ্বাস?
মুনাফাখোর, জুলুমবাজ, দুর্নীতি আর তেলবাজ,
গরীবের ধন করে চুরি, বানায় নিজ মালজাহাজ।
কবে হবে সুবোধ ওদের, ফিরবে প্রভুর পানে!
যাকাতেরই নামে দিচ্ছো ভিক্ষা গরীব খানে।
সিয়াম তোমায় শেখায় নাকো গরীবেরই কষ্ট
যেদিন ডাক আসবে তোমার, দেখবে সব হলো নষ্ট।
মানুষ হও আজ তুমি মানুষেরই মতো,
যেন খোদায় বলতে পারো পুণ্য করেছো কত!
[২]
শেষবেলার প্রার্থনা
তোর সাথে যেন আর দেখা না হয়
এই ইহজনমে কিংবা অন্য কোথাও,
মায়ার শেকলে না পড়ুক আর টান।
যখন তোকে দেখার তৃষ্ণায় মরে প্রাণ,
কী অবলীলায় করেছিলি প্রত্যাখান।
প্রশ্ন ছিল তীব্র, কে আমি অনাহূত!
হৃদয় তাতে হয়নি আহত ততো,
যত হলো তোর নব্য প্রেমে নত।
আজ তো আমার অচেনাই হবার কথা।
পাথরে বেঁধেছি হিয়া, পায় না ব্যথা।
তোর সাথে যেন আর না হয় কথা,
আজ এইখানে এই রইলো প্রার্থনা।
নিঠুর আত্মায় শুষে কতশত ভর্ৎসনা,
গেয়েছি গান তব সহে শত যাতনা।
প্রভু বানাননি মোরে তোর রাঁই।
অধিকার বিনে মায়া বাড়াই কেন অযথাই।
ভুলে ভাবি, তোর হৃদেই তো ছিল মোর ঠাঁই।
বেচারা প্রাণ কেন শুধু তোর কথাই কয়!
তোর সাথে যেন আর দেখা না হয়,
এই ইহজনমে কিংবা অন্য কোথাও।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD