দেশের বই ঈদ সাময়িকী

দীদার মাসুদ-এর ছোটগল্প বন্ধনের চিড়

সোমবার, ১৬ মে ২০২২ | ৪:৪২ অপরাহ্ণ | 501 বার

দীদার মাসুদ-এর ছোটগল্প বন্ধনের চিড়

ভাষাচিত্র বুক ক্লাব আয়োজিত ‘শনিবারের গল্প’ শীর্ষক আয়োজন থেকে বাছাইকৃত গল্প নিয়ে প্রকাশিত হচ্ছে “দেশের বই ঈদ সাময়িকী”। আজ প্রকাশিত হলো দীদার মাসুদ-এর ছোটগল্প বন্ধনের চিড়


 

 

পরবর্তী চিকিৎসার জন্য রোগীকে যেতে হবে বিশেষায়িত হাসপাতালে। কিন্তু কে নেবে ষাটোর্ধ্ব লোকটার দায়িত্ব?
: আপনার সাথে কেউ আসেনি?
: আমার কেউ নাই!
: বউ-বাচ্চাও নাই?
: বিয়ের চব্বিশ বছরে বাচ্চা পেয়েছি। বড়োটার তিন, ছোটোটা এক বছরের। বউ বাপের বাড়ি গেছে।
: কারও মোবাইল নম্বর বলেন, খবর পাঠাই।
: কেউ আসবে না। নম্বরও নেই।

 

কিংকর্তব্যবিমূঢ় চিকিৎসক লোকারণ্য জরুরি বিভাগে পরিচিত কাউকে খুঁজছে।

একজন বলল, এটা উনার ভাইয়ের নম্বর। নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। কল ধরছেন না।
কয়েকবারের চেষ্টায় পাওয়া গেল।

: মুশফিক সাহেব বলছেন?
: জি।
: আমি হাসপাতাল থেকে…। তৌফিককে চেনেন?
: জি।
: উনি মারাত্মক অসুস্থ। দ্রুত বড়ো হাসপাতালে নিতে হবে।
: সাথে কেউ নেই?
: না। দ্রুত কাউকে পাঠান।

 

তৎক্ষণাৎ লাইনটা কেটে গেল!

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD