একুশে গ্রন্থমেলায় কুবি ছাত্রী লিমার ‘জাদুকরী বিজ্ঞান’

শুক্রবার, ১১ মে ২০১৮ | ৩:১০ পূর্বাহ্ণ | 1443 বার

একুশে গ্রন্থমেলায় কুবি ছাত্রী লিমার ‘জাদুকরী বিজ্ঞান’

আমর একুশে গ্রন্থমেলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্রী তাহরিমা তাহসিন লিমার ‘জাদুকরী বিজ্ঞান’ নামে একটি বই প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করছে অন্বেষা প্রকাশন। এটা লিমার প্রথম বই।
বইটি গ্রন্থমেলার অন্বেষা স্টলে পাওয়া যাচ্ছে। শিশুরা বিজ্ঞানের ওপর ধারণা পাবে এই বই থেকে। আরও বিজ্ঞানের মজার মজার বিষয় শিখতে পারবে।
বই সম্পর্কে তাহরিমা তাহসিন লিমা বলেন, ‘বিজ্ঞান মানেই খট্টোমট্টো গণিত আর রাসায়নিক বিক্রিয়া নয়। বিজ্ঞানের ভেতর লুকিয়ে আছে মজার সব কাণ্ডকারখানা। আমাদের নিত্যদিনে ঘটে যাওয়া সকল ঘটনার পেছনেই রয়েছে বিজ্ঞান। যেটা শিশুরা বুঝে না। শিশুদের মজায় মজায় বিজ্ঞান শিক্ষা দিতে হবে। ছোটরা বিজ্ঞান সম্পর্কে যদি হাতে কলমে শিক্ষা পায় তাহলে ভবিষ্যতে বিজ্ঞানচর্চায় আগ্রহী হবে। স্বপ্ন দেখবে বিজ্ঞানী হবার। এই স্বপ্নবাজ শিশুদের জন্যই লেখেছি এই বই।

#

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD