অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এ নাট্যকার এবং নাট্য নির্দেশক শুভাসিস সিনহা’র কাব্যগ্রন্থ ‘পরিখায় ঢাকা পথ’ প্রথমা থেকে প্রকাশিত হয়েছে। গ্রন্থটির প্রচ্ছদ শিল্পী মাসুক হেলাল। মেলার ৮ নং প্যাভিলিয়নে বইটি পাওয়া যাবে। মোট আটচল্লিশ পৃষ্ঠার গ্রন্থটির মূল্য ১৫০ টাকা।
অন্যদিকে বাতিঘর থেকে প্রকাশিত হয়েছে তাঁর দুইটি নাট্যকাব্য – ‘রুধিররঙ্গিনী’ এবং ‘দ্বিখণ্ডিতা’। এদের মধ্যে ‘রুধিররঙ্গিণী’ ইতিপূর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মঞ্চে ৭টি প্রদর্শনী করেছে । ‘রুধিররঙ্গিনী ‘ ও ‘দ্বিখণ্ডিতা’ নাট্যকাব্য গ্রন্থদ্বয়ের প্রচ্ছদ অলংকৃত করেছেন শিল্পী সব্যসাচী হাজরা ।
বাতিঘর থেকে প্রকাশিত ছাপ্পান্ন পৃষ্ঠার’রুধিররঙ্গিণী’ বইটির মূল্য ১৩৪ টাকা। অপরদিকে, আটচল্লিশ পৃষ্ঠার নাট্যকাব্য ‘দ্বিখণ্ডিতা’র মূল্যও ১৩৪ টাকা। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ১২১-১২২ নং স্টলে নাট্যকাব্য ‘রুধিররঙ্গিণী’ ও ‘দ্বিখণ্ডিতা’ পাওয়া যাচ্ছে।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD