নতুন বই : যোদ্ধার বয়ানে একাত্তর

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ | ২:২০ অপরাহ্ণ | 1092 বার

নতুন বই : যোদ্ধার বয়ানে একাত্তর

যোদ্ধার বয়ানে একাত্তর বইটিতে নারী পুরুষ উভয়ের মুক্তিযুদ্ধে যে অবদান তার একটি প্রতিফলন লক্ষ্য করা যায়। ১৯৭১ সালের যুদ্ধে যারা অংশ নিয়েছেন তারা কীভাবে যুক্ত হয়েছিলেন, কীভাবে যুদ্ধকালীন তারা লড়ে গেছেন সম্মুখ-সমরে এবং যুদ্ধের পরের লড়াইটা তাদের কেমন ছিল- এ নিয়ে সাক্ষাৎকারভিত্তিক একটি বই। এই বইয়ের জরুরি জায়গা হলো, একজন মুক্তিযোদ্ধা তার নয় মাসকে নিজের মতো করে পরের প্রজন্মকে বলতে চেয়েছেন। লেখক যতজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলেছেন কিছু প্রশ্ন প্রত্যেককেই করা হয়েছে যেগুলো আমাদের এই প্রজন্ম হয়তো ইতিহাসের বইতে সেভাবে পায় না। কবে যুদ্ধে গেলেন, কীভাবে গেলেন, প্রস্তুতির মাঠ কেমন ছিল, বাধাগুলো কোথায় ছিল- এই প্রশ্নগুলো সবাইকে করা হয়েছে। খুব সাবলিলভাবে, গল্পের ছলে সাক্ষাৎকারগুলোয় উঠে এসেছে আমাদের মুক্তিযুদ্ধের সময়। যে কথাগুলো হয়তো এ সময়ের মানুষকে আরেকবার ভাবতে বাধ্য করবে।

বই : যোদ্ধার বয়ানে একাত্তর
লেখক : উদিসা ইসলাম
মুদ্রিত মূল্য : ১৮০ টাকা
প্রকাশনী : ভাষাচিত্র

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD