প্রকাশিত হলো অন্বয় প্রকাশের নতুন বই

সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯ | ৫:০৬ অপরাহ্ণ | 1084 বার

প্রকাশিত হলো অন্বয় প্রকাশের নতুন বই

ক্ষেত্রবিশেষে এবং বিশেষ ক্ষণে আমরা সবাই কমবেশি দার্শনিক এবং বিজ্ঞানী। তবে তা নির্ভর করে আমাদের মননগত সামর্থ্যের উপর।
প্রত্যেক দার্শনিক বা বিজ্ঞানীই একজন ব্যক্তি। সুতরাং জ্ঞানচর্চায় একটি অংশ অপরিহার্যভাবে ব্যক্তিতান্ত্রিক। ব্যক্তির মানসিক শক্তি এবং সামর্থ্য সেখানে অংশগ্রহণ করে।
আসলে এর মূলে রয়েছে সৃষ্টিতত্ত্ব। সৃষ্টিতত্ত্ব নিয়ে ধর্ম, দর্শন বা আধ্যাত্মিককতা সুদূর অতীত থেকেই চিন্তাভাবনা করেছে; আধুনিক জগতে এসে বিজ্ঞানও এই বিষয়ে মনোনিবেশ করেছে, তারই ফলশ্রুতি হলো বৈজ্ঞানিক সৃষ্টিতত্ত্ব (Scientific Cosmology)।
সৃষ্টিতত্ত্ব-দর্শন ও বিজ্ঞান এই বইয়ের আলোচনার মূল বিষয়। ৪২৮ পৃষ্ঠার একটি বই।
দর্শন ও বিজ্ঞান : জিজ্ঞাসার দিগন্ত
লিখেছেন রাগিব আহসান খান। তাঁর দীর্ঘদিনের গবেষণার ফসল এই গ্রন্থ।
দর্শন ও বিজ্ঞান বিষয়ে জানতে আগ্রহীদের জন্য এই গ্রন্থ এবং দর্শন ও বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের একটি প্রয়োজনীয় বই।

বইটি প্রকাশ করেছে অন্বয় প্রকাশ, ৩৮/৪ বাংলাবাজার, মান্নান মার্কেট , ২য় তলা, ঢাকা
প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
মূল্য : ৬০০ টাকা।

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD