বইদেশ-এর একটি নিয়মিত আয়োজন পাঁচটি প্রশ্ন। লেখক-প্রকাশকের কাছে বই প্রকাশনাসংশ্লিষ্ট অভিজ্ঞতা নিয়ে প্রশ্নগুলো করা। আজকের পাঁচটি প্রশ্ন আয়োজনে আমরা মুখোমুখি হয়েছি তরুণ কবি আসাদুজ্জামান জীবন-এর
প্রথম বই প্রকাশের অভিজ্ঞতা জানতে চাই।
প্রতিটি মানুষের জীবনেই তার প্রথম যে সৃষ্টি, তার গুরুত্বটা আলাদা থাকে। প্রথম সন্তানের প্রতি মায়ের যে অকৃত্তিম মমতা, প্রথম বইয়ের প্রতিও একজন লেখকের মমতা একই রকম। নিজের প্রথম বই ‘মানুষ স্টেশন’ প্রকাশের পর থেকে মনে হচ্ছে, পাঠককে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করা উচিত।
লেখালেখির ইচ্ছেটা কেন হলো?
লেখালেখির ইচ্ছেটা মূলত অন্যের লেখা বিভিন্ন আর্টিকেল এবং বই পড়তে পড়তে হয়েছে। একটা সময় মনে হয়েছে- কিছু জীবনবোধ কেবল বোধয় লেখালেখির মাধ্যমেই মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব।
লেখক জীবনের মজার কোনো অভিজ্ঞতা জানতে চাই।
আমার লেখক জীবনের সময়কাল খুবই কম, তাই ব্যক্তিজীবনে মজার অনেক ঘটনা থাকলেও, লেখক জীবনে তেমন উল্লেখযোগ্য কোনো ঘটনা নেই।
বাংলাদেশে সৃজনশীল লেখালেখির ভবিষ্যৎ সম্পর্কে আপনার মতামত জানতে চাই।
সৃজনশীল লেখালেখির ভবিষ্যত তো অবশ্যই আলোকিত। কেননা মানুষ এখন বই পড়ছে, তারা আলোচনা সমালোচনা করছে। একটি ভাল বই দ্রুতই পাঠকের মনে আলাদা একটা আবেগের জায়গা তৈরি করছে। সৃজনশীল লেখালেখি যেহেতু মেধা ও মননের পরিবর্তন ঘটাতে সক্ষম, সুতরাং একদিন এই দেশের সব অন্ধকার ঘরে নিঃসন্দেহে আলো জ্বলে উঠবে।
লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যৎ স্বপ্ন?
লেখালেখিকে আমি আসলে প্রফেশন হিসেবে নিতে চাইনি কখনো। এটা আসলে আমার নিজেকে প্রকাশ করার একটা মাধ্যম। অনেকভাবেই তো মানুষ হয়ে মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত, আমরা তা পারিনা। তবে, আমি চাই অন্তত কটা শব্দের বিনিময়েও তো মানুষের পাশে দাঁড়ানো যায়। যে অবসাদের জীবন অর্থ বিত্ত দিয়ে পরিপূর্ণ করা যায় না, তা কখনো কখনো দুটো লাইনে সম্ভব। ভবিষ্যত নিয়ে আমার পরিকল্পনা- আমি লিখব। মানুষের কথা লিখব। জীবনের কথা লিখব। মানুষের জন্য লিখব।
[ বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : boideshnews@gmail.com ]
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD