চন্দ্রবিন্দু প্রকাশনা থেকে প্রকাশিত হতে যাচ্ছে কবি ও শিল্পী নির্ঝর নৈঃশব্দ্য-এর নতুন বই ‘বনভাঙা গান’। স্মৃতি-আখ্যানমূলক এই বইটি আসন্ন বইমেলায় প্রকাশিত হবে বলে জানিয়েছে প্রকাশক।
বইটি প্রসঙ্গে কবি ও শিল্পী নির্ঝর নৈঃশব্দ্য বলেন, ‘বনভাঙা গান আমার বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ৯ বছরের আত্মজৈবনিক স্মৃতি-আখ্যান। সময়টা ছিল ২০০০ সাল থেকে ২০০৯ সাল। যেইসব স্মৃতি আমাকে এখনো আশ্লেষে ছুঁয়ে আছে, তার মধ্যে যেইসব না বললেই নয়, কেবল সেইসব বলার একটা চেষ্টা নিয়েছি।’
তিনি আরো বলেন, ‘সব বলতে গেলে হাজার পৃষ্ঠা ছাড়িয়ে যেত। এই বইয়ের অনেকখানি ফেসবুকে পোস্ট আকারে ধারাবাহিক লিখেছিলাম। পাণ্ডুলিপি তৈরি করতে গিয়ে অনেক নতুন কথা যুক্ত হয়েছে। নতুন বিন্যাস হয়েছে। কিছু বিষয় বাদও পড়েছে। তবু হয়ত ভুলভ্রান্তি কিছু রয়েই গেলো। পাঠক আশা রাখছি সেইসব ক্ষমা সুন্দর চোখে পড়বেন’।
প্রকাশিতব্য বইটির সকরুণ সুন্দর আর মায়াময় প্রচ্ছদ করেছেন তানভীর আশিক। বইটির মূল্য রাখা হয়েছে ৩৪০টাকা। বর্তমানে বইটির প্রি-অর্ডার চলছে। প্রি-অর্ডারে বইটি মাত্র ২৩৮টাকায় পাওয়া যাবে।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD