মঈন ফারুক-এর ‘কে যেন আছে’

শনিবার, ১৬ জানুয়ারি ২০২১ | ৩:৫১ অপরাহ্ণ | 495 বার

মঈন ফারুক-এর ‘কে যেন আছে’

শব্দকে কবিতার শরীর বলা হয়। সুনির্বাচিত শব্দের সুন্দর বিন্যাসেই সৃষ্টি হয় একেকটি সার্থক কবিতা। আর সেই সার্থক কবিতা নিয়েই গ্রন্থিত হয়েছে মঈন ফারুক এর কবিতার বই ‘কে যেন আছে’।

মঈন ফারুক এমন এক কবি, যাঁর বসবাস শব্দের সঙ্গে। শব্দকে কখনো ভেঙে, কখনো যুক্ত করে, কখনো তার সঙ্গে নানা অনুপ্রাস-অলঙ্কার সন্নিবেশিত করে মাধুর্যময় করে তোলেন অপরূপ লালিত্যে। তাঁর কবিতার আঙ্গিক ও উপস্থাপনায় স্বাতন্ত্র্য উল্লেখ করার মতো। তিনি সমাজ রাষ্ট্র প্রকৃতি প্রেম চেতনা নিয়ে বলেন কবিতায়। কখনো ছন্দে, কখনো ছন্দহীনতায়। কখনো গল্পের মতো করে, কখনো সুরের নিরবচ্ছিন্ন ঐন্দ্রজালে। পাঠক কবিতা পাঠের সময় একটি গল্পের ভেতরে ঢুকে কবির আত্মচরিতের পাশাপাশি নিজেকে খুঁজে পায় অনিন্দ্য সৌন্দর্যে।

এক কথায় ‘কে যেন আছে’ মঈন ফারুকের অপূর্ব সৃষ্টি। প্রাঞ্জল ভাষা, কাহিনির চিত্রায়ণ, স্বভাবদক্ষ বুনোট ও বক্তব্যের স্বচ্ছতা কবিতাগুলোর অনন্য দিক। আজকের তুচ্ছ আখ্যান ও অনুভবকেও কবি মঈন ফারুক কাব্যের শরীরে বিমূর্ত করে রেখে দিতে পারেন, যা আমাদের প্রীত করে। তার সৃজন-অন্বেষা আমাদের আশান্বিত করে।


বই : কে যেন আছে
কবি : মঈন ফারুক
দাম : ২০০
প্রকাশনী : চন্দ্রবিন্দু
অর্ডার : ০১৭১৬৮০৪৮৩৯

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD