দেশের বইয়ের একটি নিয়মিত আয়োজন পাঁচটি প্রশ্ন। লেখক-প্রকাশকের কাছে বই প্রকাশনাসংশ্লিষ্ট অভিজ্ঞতা নিয়ে প্রশ্নগুলো করা। আজকের পাঁচটি প্রশ্ন আয়োজনে আমরা মুখোমুখি হয়েছি কবি– সাদী কাউকাব-এর
প্রথম বই প্রকাশের অভিজ্ঞতা জানতে চাই।
বই কখনো হতো। বই নিয়ে ভাবিনি। বই প্রকাশের সময় তাই পাণ্ডুলিপি গোছাতে হয়নি। বই প্রকাশে উত্তেজনা কাজ করেনি। বই প্রকাশের পর প্রতিক্রিয়া উপভোগ করেছি।
লেখালেখির ইচ্ছেটা কেন হলো?
লেখালেখির ইচ্ছা হলো মিউজিক শুনতে শুনতে। লেখালেখি না করলে মিউজিক করতাম সম্ভবত।
লেখক জীবনের মজার কোনো অভিজ্ঞতা জানতে চাই।
আমি ঠিক লেখক না। তাই আমার ক্ষেত্রে লেখক জীবন বিশেষণে আমার আপত্তি আছে। তবে লিখতে গিয়ে মিশ্র অভিজ্ঞতা আছে। ব্যক্তিগতভাবে মনে করি লেখালেখির ক্ষেত্রে কটু অভিজ্ঞতা থাকা জরুরি। কটু অভিজ্ঞতা লেখককে সংহত করে।
বাংলাদেশে সৃজনশীল লেখালেখির ভবিষ্যৎ সম্পর্কে আপনার মতামত জানতে চাই।
বাংলাদেশ লেখালেখির এক উর্বর ক্ষেত্র। বিশ্বমানের লেখালেখি হয় এখানে। কিন্তু বড় পরিসরে ভালো কনটেন্টের পরিমাণ কমে গেছে। বড় পরিসরে বড় কাজ খুব জরুরি হয়ে পড়েছে।
লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যৎ স্বপ্ন?
লেখালেখিতে আমার স্বতন্ত্র স্বপ্ন নাই। বাংলাদেশে ভালো লেখা হয় এ বিষয়টা প্রথমত বাঙালিরা আমলে নিক। তখন বহির্বিশ্বও নেবে।
[ বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : boideshnews@gmail.com ]
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD