যুগটা ইলেকট্রনিক সাংবাদিকতার। অনেক কিছুই বদলে গেছে। কিন্তু সব কিছু বদলে যায়নি। বদলে যায়ও না। সাংবাদিকতার মূলত সেই ‘না বদলে যাওয়া বিষয়গুলো’ নিয়েই এই বই। যারা সাংবাদিকতায় আসতে চান, তাদেরও প্রয়োজন রয়েছে সাংবাদিকতার সেই ‘না বদলে যাওয়া বিষয়গুলো’ ভালো করে জানার।
শুরু থেকে শুরু করাটা সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য জরুরি। অনেক বড় হতে চাইলে ভিত্তিমূলটা শক্ত হওয়া চাই-ই-চাই। এই বইটি সেই বুনিয়াদ নির্মাণে সাহস যোগাতে পারে।
মূলত জানার খাতিরে এক আধটু করে পড়া হচ্ছে বইটা। লেখকের উপস্থাপনা সাবলিল। খুঁটিনাটি কিছুই বাদ রাখেননি লিখতে গিয়ে। সাংবাদিকতায় যদি আপনার আগ্রহ থাকে অথবা স্রেফ জানার জন্য হলেও পড়তে পারেন ‘সাংবাদিকতা’।
বই : সাংবাদিকতা
লেখক : আর রাজী
প্রচ্ছদ : সব্যসাচী হাজরা
প্রকাশনী : ভাষাচিত্র
মূল্য : ৬০০ টাকা
দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD