প্রকাশিত হয়েছে নবাগত লেখক ইভান অনিরুদ্ধ-এর নতুন উপন্যাস ও গল্পের বই ‘থাকে শুধু অন্ধকার’ ও ‘করোনা আর কিছু মিথ্যাবাদী রাখালের গল্প’। পাললিক সৌরভ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে লেখকের নতুন এই দুটি বই।
ইভান অনিরুদ্ধ উপন্যাসের কাহিনী সম্পর্কে বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধে নারী-পুরুষ অস্ত্র হাতে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছে। মুক্তিযোদ্ধা তালিকায় বা মুক্তিযোদ্ধাদের ভেতর নারী বা পুরুষকে পাই। কিন্তু একাত্তরে তৃতীয় লিঙ্গের কোনো মানুষ পাক বাহিনীর হাতে নির্যাতিত হওয়ার খবর পাওয়া যায় না। তাদের কেউ কি বঙ্গবন্ধুর নাম, জয়বাংলা স্লোগান বুকে ধারন করে হানাদার বধ করেনি! করেছেন নিশ্চয়ই। আমার এই উপন্যাসের ভেতর অন্য কাহিনীর সাথে তৃতীয় লিঙ্গের মানুষ মালেকের পাকবাহিনীর হাতে নির্যাতনের নির্মম কাহিনী ঘিরে লেখা হয়েছ।’
ছোটগল্পের বই ‘করোনা আর কিছু মিথ্যেবাদী রাখালের গল্প’ সম্পর্কে তিনি বলেন, ‘ করোনা মহামারীকে কেন্দ্র করে লুটপাট আর সীমাহীন দুর্নীতি, রাজনৈতিক দুর্বৃত্তদের দৌরাত্ম, অব্যবস্হাপনার চিত্র তুলে ধরেছি গল্পের ভেতর দিয়ে। সেই সঙ্গে করোনাকালীন সময়ে শহর-গ্রামের প্রান্তিক মানুষের যাপিত জীবনের সুখ-দুঃখের কথাও পাওয়া যাবে এই বইয়ে।’
উপন্যাসের প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। দুইশ পৃষ্ঠার বইটির দাম ৪০০ টাকা। গল্পের বইটির প্রচ্ছদ করেছেন শতাব্দী জাহিদ, মূল্য রাখা হয়েছে ২০০ টাকা । বই দুটি দেশের বিভিন্ন অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে ।
দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD