নতুন বই

বইমেলায় গিয়াস আহমেদ-এর নতুন বই ‘ডাবল ডেকার’

শনিবার, ১০ এপ্রিল ২০২১ | ৭:০০ অপরাহ্ণ | 749 বার

বইমেলায় গিয়াস আহমেদ-এর নতুন বই ‘ডাবল ডেকার’

নতুন লেখকদের কাছে গিয়াস আহমেদ ভরসার নাম। সম্পাদক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে।

 

অনেক নবীন লেখকের লেখা তাঁর হাতের কাটাছেঁড়ায় বই হয়ে উঠলেও তিনি নিজে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন ২০২০ সালে। তাঁর প্রথম বই ছিল ট্রাভেলগ জনরার ‘চন্দ্রযান : দ্য লুনাটিক এক্সপ্রেস’। এবার বইমেলায় প্রকাশিত হয়েছে গিয়াস আহমেদ-এর রোমান্টিক উপন্যাস ‘ডাবল ডেকার’। তাঁর দুটো বইয়েরই প্রকাশক বাংলাদেশের অন্যতম সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ভাষাচিত্র।
উল্লেখ্য, গিয়াস আহমেদের প্রথম বইটি পাঠকমহলে বেশ সাড়া ফেলেছিল। কোভিড পরিস্থিতির এই করাল সময়ের বইমেলা ২০২১-এ প্রকাশিত তার দ্বিতীয় বই ‘ডাবল ডেকার’-এর পাঠকপ্রিয়তা ইতিবাচক বলেই জানিয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান ভাষাচিত্র।


দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD