কর্তৃপক্ষকে ধন্যবাদ। বেশ ভাল খবর।
দেশের গণগ্রন্থাগারগুলোর জন্য গণগ্রন্থাগার অধিদপ্তর চৈতন্যর ৬ জন লেখকের প্রতিটি বই ৭২ কপি করে ক্রয় করতে যাচ্ছে। উল্লেখ্য ২০১৭/১৮ অর্থবছরের বই ক্রয় সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী গতবছর বেশকজন লেখকের বই জমা দেওয়া হয়েছিল।
১)মহান সতীর্থ শামসুর রাহমান – সৈয়দ শামসুল হক
২)শফাত শাহের লাঠি- মোহাম্মদ সাদিক
৩)পূর্বাহ্নের সামগান – মোহাম্মদ রফিক
৪)ইস্ত্রী করা জীবন আমার ভাল্লাগে না – সরকার আমিন
৫)মাটির রসে ভেজা গান – মোস্তাক আহমাদ দীন
৬)টিভি রিপোর্টিং – তুষার আবদুল্লাহ
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD