ভাষাচিত্র ঈদ সাময়িকী

শাকেরা আহমেদ-এর একগুচ্ছ কবিতা

শনিবার, ১৫ মে ২০২১ | ৯:৩৮ অপরাহ্ণ | 408 বার

শাকেরা আহমেদ-এর একগুচ্ছ কবিতা

।। শাকেরা আহমেদ ।।


 

অভিধান

পৃথিবীর সব শব্দ অভিধানে
খুঁজে পাবে নাকো তুমি।
যে পাখি উড়ে যায়, হাওয়ায় রাখে না তার
শৈল্পিক বিভঙ্গ বিন্যাসের শব্দাবলীর ইতিহাস।

গাছেদের মিলনের শব্দ, ভালোবাসার শব্দের
উদ্ভব ও ক্রমবিকাশ, এমনকি
একাকী রাস্তায় বাড়ি ফেরা মেয়ের
চূড়ান্ত লাঞ্ছিত হওয়ার
আর্তচিৎকারের শব্দটাও
অভিধানে খুঁজে পাবে নাকো তুমি।

 

জোনাকি ও কাঠঠোকরা

তুমি পড়ে আছ আলোর জোনাকি
সময়ের ধূলি-ধূসরতায়
শুভ্র চন্দ্রমল্লিকার গল্প জোৎস্নার সাথে।
কাজল রেখার আর কঙ্কাবতী ।
হাতের চেটোয় রেখে গাল
চেয়ে থাকে অসমীয়া, ব্রজবুলি ভাষাসমূহ।
আমাদের মহেঞ্জোদারো, হরপ্পার কাল
ধুয়ে নিয়ে গেছে সিন্ধু প্রবাহ।
কাঠবাদামের বৃক্ষ আঁকড়ে ধরেছে
ললিত কাঠঠোকরা ।
সবুজ বৃক্ষের বুকে সুসজ্জিত ক্ষত।

 

অয়ন পাখির ডানা

চোখের অর্ধেক জুড়ে ঝুলে আছে
তোমার মুখচ্ছবি। তোমাকে দেখতে পাচ্ছি না ।
বিরাম চিহ্নহীন সরল গদ্যের মতো ঝুলন্ত নাক
আপন অস্তিত্বের বাজাচ্ছে জয়ঢাক।
মেঘচামীর রোদের আবির তোমার চুলে,
সিঁথিতে, মুখে চূর্ণ-বিচূর্ণ হয়ে মিশে আছে
ভালোবেসে। ধুলি-স্নান শেষে
ধুলি-গন্ধ মেখে উড়ে যায় শঙ্খশালিক।
বুকের মধ্যে না বলা কথাগুলো
জমে জমে পাহাড় হয়ে যায়।
বাঁশপাতি তার রঙ হারায়
ভেঙে যায় অয়ন পাখির ডানা।

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD