ভাষাচিত্র ঈদ সাময়িকী

সাবিহা শুচি’র কবিতা

শনিবার, ১৫ মে ২০২১ | ৯:৫৬ অপরাহ্ণ | 752 বার

সাবিহা শুচি’র কবিতা

আমি শূন্য হাতে ফিরে যাব না


।। সাবিহা শুচি ।।

 

আমি শূন্য হাতে ফিরে যাব না,
যে নরম মাটির বুকে
সোঁদা গন্ধের তাজা রক্ত লেগে
সে মহীরুহের বুকে মাথা পেতে
তাতে,
গর্ভযন্ত্রণার স্পন্দন শুনে
বৃথায়,
নিজেকে লুটতে দেব না।
আমি শূন্য হাতে ফিরে যাব না।
প্রকৃতির নাড়ি চিঁড়ে
প্রস্ফুটিত হওয়া রক্তগোলাপ
আর
তাকে স্বাগত গান শুনিয়ে বরণ করে
নেয় কোনো ঘাসফড়িং।
সে ঘাসফড়িঙের পাখায়, অস্তমিত সূর্য‍্যের
কমলারঙের আবিরে আলোরেণু মেখে
ঘাসফুলগুলো-
রাতের নক্ষত্রের কণা, রোদ সাজিয়ে রাখে শিশির
ঘাসে,
সে শিশিরকণা না ছুঁয়ে
তাকে
পোঁড়ামাটির অঙ্গার হতে দেব না।
আমি শূন্য হাতে ফিরে যাব না।
অবিরাম কোনো বরষা দিনের
প্রথম ফোটা কদমের মতো,
জারুল, কৃষ্ণচূড়া; কুরচির ডালে
ভেজা দাঁড়কাকটির ডানায়-
আমি,
এক চিলতে রোদের আশা করব না।
আমি শূন্য হাতে ফিরে যাব না।
আমার বদ্ধ খাঁচার মনপাখি
তাকে
দুর্বেধ‍্য আঁধার কুঠুরিতে, মাথা ঠুকিয়ে
মরতে দেব না।
আমি শূন্য হাতে ফিরে যাব না।

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD